জুমবাংলা ডেস্ক : ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বালিথা এলাকায় ইফাদ কারখানার সামনে মাটির ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী আবির হাসান (২৬) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছে।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবির হাসান মানিকগঞ্জ সদর থানার ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন।
কর্মস্থল থেকে নিজ বাড়ি ধামরাইয়ে আসার পথে তার মর্মান্তিক মৃত্যু হয়। তিনি ধামরাই উপজেলার ডালিপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে।
জানা যায়, বিপরীত দিক থেকে একটি মাটির ট্রাক কালামপুর এলাকায় ডাবর কারখানার সামনে ব্রিজের রেলিংয়ের ওপর উঠিয়ে দিলে মহাসড়কের উভয় পাশে প্রায় দশ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ যানজট নিরসন করলে আবার যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, পুলিশ সদস্য আবির হাসান মানিকগঞ্জ থেকে ধামরাইতে নিজ বাড়িতে যাওয়ার পথে গাড়ি চাপায় নিহত হয়। কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ উদ্ধার করে তার স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



