আন্তর্জাতিক ডেস্ক: মন্দিরের দেয়াল তোলার জন্য মাটি খুঁড়ছিলেন শ্রমিকরা। এমন সময় মুঘল আমলের প্রায় ৪০০টি মুদ্রা খুঁজে পান তারা। মঙ্গলবার (২৩ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের সাহারানপুরের নানৌতা এলাকার একটি মন্দিরে নির্মাণ কাজের সময় মুঘল আমলের প্রায় ৪০০টি মুদ্রা পাওয়া গেছে।
সোমবার (২২ মে) পুলিশ সুপার (গ্রামীণ) সাগর জৈন জানান, গত রবিবার (২১ মে) রাতে এখানকার হুসেনপুর গ্রামের সতীধাম মন্দিরে সীমানা প্রাচীর তৈরির জন্য মাটি খনন করার সময় কয়েকজন শ্রমিক এসব মুদ্রার সন্ধান পান। মুঘল আমলের মুদ্রা আবিষ্কারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মুদ্রাগুলো নিজেদের হেফাজতে নেয়।
Nearly 400 Coins Dating Back To Mughal Era Found in UP: Cops https://t.co/H5x4O66jQo pic.twitter.com/TYtVkvyNjz
— NDTV News feed (@ndtvfeed) May 22, 2023
তিনি আরও জানান, উদ্ধারকৃত এসব মুদ্রার ওপরে আরবি ভাষায় কিছু লেখা রয়েছে। এই ধরনের মুদ্রা মুঘল আমলেই ব্যবহৃত হতো।
ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগ মুদ্রাগুলো পরীক্ষা করবে এবং এগুলো তৈরিতে কোন ধরনের ধাতু ব্যবহার করা হয়েছিলো সেটিও খুঁজে বের করবে বলে জানিয়েছেন এই পুলিশ সুপার।
বিয়ে কাকে বলে, স্কুল পড়ুয়া ছাত্রের উত্তর দেখে কপালে চোখ উঠলো সবার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।