স্পোর্টস ডেস্ক: মাঠের বাইরের বিতর্ক কোনভাবেই চেলসির পারফরমেন্সে প্রভাব ফেলতে পারছেনা। রুশ মালিক রোমান আব্রামোভিচ যুগের অবসান প্রায় নিশ্চিত। কাল ব্রিটিশ সরকার রুশ এই ধনকুবেরের সমস্ত সম্পতি জব্দ করার ঘোষনা দিয়েছে। কিন্তু এর ঘন্টাখানেক পরে মাঠে নেমেই তলানির দল নরউইচ সিটিকে প্রিমিয়ার লিগে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে থমাস টাচেলের দল। অন্যদিকে এ্যাস্টন ভিলার কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়ে রেলিগেশন শংকা মাথায় নিয়ে টিকে রয়েছে লিডস ইউনাইটেড।
রাশিয়ান প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ঘনিষ্ঠ প্রভাবশালীদের বিরুদ্ধে যুক্তরাজ্য সরকার বিভিন্ন উপায়ে শাস্তির ব্যবস্থা করেছে। যুক্তরাজ্য সরকারের কোষাগারের আর্থিক শাস্তি বিভাগ বৃহস্পতিবার এক বিবৃতি দিয়েছে, ‘রোমান আব্রামোভিচ একজন বিশিষ্ট রাশিয়ান ব্যবসায়ী এবং ক্রেমলিনপন্থী গোষ্ঠী শাসক। আব্রামোভিচ এমন একজন ব্যক্তি, যিনি ভøদিমির পুতিনের ঘনিষ্ঠ। তিনি ইউক্রেনকে অস্থিতিশীল করা এবং ইউক্রেনের আঞ্চলিক অখন্ডতা, সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে ক্ষুন্ন ও হুমকির মধ্যে ফেলে দেওয়া একজনের সঙ্গে কয়েক দশক ধরে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলেছেন।’
মালিকের বিপক্ষে এই ধরনের অভিযোগে বিপাকে পড়েছে চেলসি। কড়া বিধিনিষেধ আরোপ করা হতে পারে চেলসির ওপরও। এই বিধিনিষেধের আওতায় তারা কোন ধরনের নতুন খেলোয়াড় চুক্তি, নবায়ন কিংবা ম্যাচ টিকিট বিক্রি করতে পারবে না। ইতোমধ্যেই চেলসি বিক্রি করে দেবার ঘোষনা দিয়েছেন আব্রামোভিচ। ১৯ বছর তার শাসনামলে ১৯টি বড় শিরোপা জয় করেছে ব্লুজরা।
কিন্তু ভবিষ্যতের প্রভাব এখনই নিজেদের পারফরমেন্সে পড়তে দিতে চায়না টাচেল শিষ্যরা। ক্লাবের ১১৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে ট্রেভো চালোবাহ, ম্যাসন মাউন্ট ও কেই হাভার্টজের গোলে ঠিকই তারা বড় জয় নিশ্চিত করেছে। লিগ টেবিলের তৃতীয় স্থানে থাকা চেলসি সব ধরনের প্রতিযোগিতায় শেষ ১০টি ম্যাচের ৯টিতেই জয় নিশ্চিত করেছে। পঞ্চম স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের থেকে তারা ৯ পয়েন্ট এগিয়ে রয়েছে।
দলের উপর এই ধরনের সম্ভাব্য নিষেধাজ্ঞা প্রসঙ্গে টাচেল বলেছেন, ‘সবাই জানে এই মুহূর্তে আমাদের নিজেদের পারফরমেন্সের উপর নজড় দিতে হবে। মানষিক ভাবে দৃঢ় থেকে ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়াই এখন মূল লক্ষ্য। এখনো পর্যন্ত আমাদের নিজেদের ওপর আস্থা আছে। আর এটা কখনই পরিবর্তিত হবে না।’
চেলসির জার্সি স্পন্সর প্রতিষ্ঠান অস্থায়ীভাবে তাদের চুক্তি বাতিল করেছে। মোবাইল কোম্পানি থ্রি তাদের লোগো জার্সি থেকে উঠিয়ে নেবার নির্দেশও দিয়েছে। কিন্তু তারপরেও তারা গতকাল থ্রি ব্র্যান্ডিংয়ের জার্সি পড়েই মাঠে নেমেছিল।
কাল ক্যারো রোডে ম্যাচ শুরুর তিন মিনিটের মধ্যেই মাউন্টের কর্ণার থেকে ডিফেন্ডার চালোবার গোলে এগিয়ে যায় চেলসি। ১৪ মিনিটে হাভার্টজের সহায়তায় মাউন্ট কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুন করেন। ৬৯ মিনিটে পেনাল্টি থেকে টিমো পুক্কির গোলে নরউইচ এক গোল পরিশোধ করে। পিয়েরে লিস-মেলার ক্রস হাত দিয়ে ব্লক করলে পেনাল্টি উপহার পায় নরউইচ। কিন্তু স্টপেজ টাইমে হাভার্টজের গোলে চেলসির বড় জয় নিশ্চিত হয়।
এদিকে এলান্ড রোডে এ্যাস্টন ভিলার কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে লিডস ইউনাইটেড। এই পরাজয়ের পরে বিপদজনক এরিয়া থেকে বের হয়ে আসতে অপেক্ষা বাড়লো লিডসের। এটি ছিল নতুন জো জেসি মার্শের অধীনে লিডসের প্রথম হোম ম্যাচ। এর আগে গত সপ্তাহে মার্সেলো বিয়েসলার স্থলাভিষিক্ত মার্শের অধীনে প্রথম ম্যাচে লিস্টার সিটির কাছে ১-০ গোলে পরাজিত হয়েছিল লিডস। এনিয়ে টানা ৬টি লিগ ম্যাচে পরাজয়ের তিক্ত স্বাদ পেল লিডস। রেলিগেশন জোন থেকে তারা মাত্র দুই পয়েন্ট দুরে রয়েছে।
২২ মিনিটে ফিলিপ কুটিনহোর গোলে এগিয়ে গিয়েছিল ভিলা। বার্সেলোনা থেকে ধারে যোগ দেবার পর এটি কুটিনহোর চতুর্থ গোল। ৬৫ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন ম্যাটি ক্যাশ। আট মিনিট পর দলের বড় জয় নিশ্চিত করেন কালুম চেম্বার্স।
সাউদাম্পটনকে ২-১ গোলে পরাজিত করে রেলিগেশন জোন থেকে রক্ষা পাবার আরো একধাপ কাছে চলে গেছে নিউক্যাসল। উল্ফস ৪-০ গোলে বিধ্বস্ত করেছে তলানির দ্বিতীয় দল ওয়াটফোর্ডকে । সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।