মাঠে নেমে অসহায় কৃষকের ধান কাটলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক

জুমবাংলা ডেস্ক: নেতাকর্মীদের নিয়ে সরাসরি মাঠে নেমে অসহায় কৃষকের ধান কেটে দি্লেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। মঙ্গলবার (১৬ মে) মানিকগঞ্জে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে তিনি এক কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কিছু ধান কাটার ছবি শেয়ার করেন শেখ ইনান। এতে দেখা যায়, সাদা টিশার্ট পরে মাথায় লাল গামছা বেঁধে নেতাকর্মীদের নিয়ে কাচি হাতে ধান কাটছেন এই ছাত্রনেতা। তার সেসব ছবি ব্যাপক ভাইরাল হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হয়ে সরাসরি মাঠে নেমে কৃষকের ধান কাটায় অনেকেই তার প্রশংসা করছেন।

এ বিষয়ে শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, আমরা সবসময়ই মানবিক কাজে বিশ্বাস করি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৮ সালে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠার পর থেকেই এই সংগঠনটি দেশের নানান সংকটে, দুর্যোগ-দুর্বিপাকে, সংগ্রামে-সংশয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। দেশরত্ন শেখ হাসিনা বরাবরই আমাদের মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়ে থাকেন। তারই প্রত্যক্ষ নির্দেশে আমরা বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা গত প্রায় ১ মাস যাবত সারাদেশে কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিতে সর্বাত্মক সহযোগিতা করছি। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

বজ্রপাতে খামারির মর্মান্তিক মৃত্যু, সঙ্গে ১৪ গরু!

Previous Article

শাকিব কানের দুল পরতে ভুলে গেলে আমারটা নিত, স্মৃতিচারণে অপু বিশ্বাস

Next Article

পানির মধ্যে ভেজা পোশাকে উরফি জাভেদ, ভাইরাল ছবি