আন্তর্জাতিক ডেস্ক : নানচাক দিয়ে মানুষের মাথার ওপর সবচেয়ে বেশি নারকেল ভাঙার বিশ্বরেকর্ড গড়েছেন ভারতের মার্শাল আর্ট শিক্ষক কেভি সাইদালাভি। গত ২৭ ফেব্রুয়ারি কেরালার মুদুরে এই রেকর্ড গড়েছেন তিনি। নানচাক দিয়ে মাত্র এক মিনিটে ৪২টি নারকেল ভেঙে গিনেস বুকে নাম লিখিয়েছেন সাইদালাভি।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, সবুজ মাঠের ভেতর বৃত্তাকারভাবে বসে রয়েছেন ছয় ব্যক্তি। তাদের সবার মাথার ওপর ছাল ছাড়ানো নারকেল রাখা। প্রত্যেকের সামনে রয়েছে আরও সাত-আটটি নারকেল।
সময় শুরু হতেই ওই ভারতীয় মার্শাল আর্টিস্ট ঘুরে ঘুরে নানচাক দিয়ে একের পর এক নারকেল ভাঙতে থাকেন। একটি নারকেল ভাঙা হতেই বসে থাকা ব্যক্তি তার মাথার ওপর আরেকটি নারকেল সাজিয়ে রাখেন।
এভাবে মাত্র এক মিনিটে মোট ৪২টি নারকেল ভাঙেন কেভি সাইদালাভি। আর তাতেই পেয়ে যান এক মিনিটে নানচাক দিয়ে মাথার ওপর সবচেয়ে বেশি নারকেল ভাঙার বিশ্বরেকর্ডের স্বীকৃতি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।