জুমবাংলা ডেস্ক : ‘ওকে আগে থেকেই শিবির বলে সন্দেহ করা হতো। যখন ওর কক্ষ থেকে ধরে আনা হয় তখন সে আবোল-তাবোল কথা বলছিল। ওর মোবাইলে ইসলামী গান ও গজল পাওয়া যায়। যখন ও শিবিরে জড়িত থাকার কথা অস্বীকার করে এলোমেলো কথা বলছিল, তখন মাথা ঠিক রাখতে পারিনি। স্টাম্প দিয়ে বেধড়ক মারধর শুরু করি। দুই দফায় মেরেছি। একবার টানা এক ঘণ্টা পিটিয়েছি।’ তবে এখনও এ ঘটনায় অনুতপ্ত নয় অনিক।
আবরার হ’ত্যা মামলায় আদালতে জবানবন্দি ও পুলিশের জিজ্ঞাসাবাদে এই রোমহর্ষক তথ্য দেয় অনিক সরকার। গতকাল শনিবার মহানগর হাকিম আতিকুল ইসলাম তার খাস কামরায় আসামির জবানবন্দি নেন। অনিক বুয়েট শাখা ছাত্রলীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক। আবরার হ’ত্যার পর তাকে ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করা হয়েছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সে। জবানবন্দি নেওয়ার পর অনিককে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
সূত্র জানায়, আবরারের ওপর যারা সরাসরি হামলায় অংশ নেয় তার মধ্যে অনিক ছিল সবচেয়ে পাষণ্ড। তদন্তে উঠে আসে, হামলার সময় সে মদ্যপও ছিল। আবরারকে মারধরের সময় অশ্নীল ভাষায় তাকে গালমন্দও করে সে।
এ নিয়ে আবরার হ’ত্যা মামলায় মোট তিনজন ১৬৪ ধারায় জবানবন্দি দিল। এর আগে গত শুক্রবার জবানবন্দি দিয়েছে মেফতাহুল ইসলাম জিয়ন। সে বুয়েট শাখা ছাত্রলীগের বহিস্কৃত ক্রীড়া সম্পাদক। এছাড়া গত বৃহস্পতিবার জবানবন্দি দিয়েছে আরেক আসামি ইফতি মোশাররফ সকাল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।