জুমবাংলা ডেস্ক : কুড়িগ্রামের চিলমারীতে মাদক বিক্রির সময় মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এসময় নুর আলম পাকড়া(৪৮)নামে এক মাদক ব্যবসায়ীকে ৩০পিছ ইয়াবাসহ আটক করে পুলিশ।
মঙ্গলবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চিলমারী মডেল থানার এএসআই রতন কুমার রায় ও কনষ্টবল মিলন জোড়গাছ নতুন বাজারের কাঠ হাটিতে গিয়ে মাদক বিক্রেতা নুর আলম পাকড়া(৪৮) কে জিজ্ঞাসাবাদ করার সময় মাদক বিক্রেতা এএসআই রতন কুমার রায়কে স্বজোড়ে ধাক্কা মারলে তিনি কাঠের উপরে পড়ে গিয়ে প্রায় দেড় মিনিট সজ্ঞাহীন হয়ে পড়ে থাকেন ।
এসময় সঙ্গীয় কনষ্টবল মিলন নুর আলমকে জাপটে ধরেন। পরে এএসআই রতন কুমার রায় জ্ঞান ফিরে পেলে উভয়ের মধ্যে ধস্তাধস্তি শেষে নুর আলম পাকড়াকে ৩০পিছ ইয়াবাসহ আটক করতে সক্ষম হয় পুলিশ।
মুখে ও হাতে জখম হওয়া পুলিশ কর্মকর্তাকে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।আটক মাদক ব্যবসায়ী নুর আলম পাকড়া সবুজপাড়া গ্রামের মৃত মনির উদ্দিন চেয়ারম্যানের পুত্র।
এ ব্যাপারে চিলমারী মডেল থানার ওসি তদন্ত প্রাণ কৃষ্ণ দেবনাথ জানান, মাদক ব্যবসায়ী নুর আলম পাকড়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।