সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জের তিন উপজেলার সাত এলাকা টানা ২১ দিন রেডজোনে থাকার পর এবার ইয়োলো জোন ঘোষণা করা হয়েছে।
শনিবার জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় সর্বসম্মতিতে রেডজোন এলাকাগুলোকে ইয়োলো জোন ঘোষণা করেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস।
জেলা করোনা প্রতিরোধ কমিটির ওই সভায় স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা, করোনা আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন, শহরের প্রধান সড়ককে যানবাহন চলাচল বন্ধ, করোনা পরীক্ষার ফলাফল বের হওয়ার আগ পর্যন্ত বাড়ি থেকে বের না হওয়াসহ বেশ কয়েকটি পদক্ষেপ নেয়া হয়েছে।
জেলা প্রশাসক এস এম ফেরদৌসের সভাপতিত্বে সভায় সদস্য সচিব সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ জানান, জেলার সাতটি অঞ্চলে গত ১৫ জুন রেডজোন ঘোষণা করা হয়। ওই সময় রেডজোন এলাকায় করোনা পজেটিভ আক্রান্ত ব্যক্তি ছিল ৮৭ জন। এর মধ্যে নতুন করে আরও ৪২ জন আক্রান্ত হয়। এদের মধ্যে সুস্থ হয়েছে ১০১ জন। বর্তমানে ২৮ জন করোনা আক্রান্ত ব্যক্তি রয়েছে ওই সাতটি অঞ্চলে।
এছাড়া জেলায় বর্তমানে করোনা আক্রান্ত রোগী রয়েছে ১২৮ জন। এর মধ্যে হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ২০ জন।
সভায় জেলা প্রশাসক এসএম ফেরদৌস জানান, যেসব শর্তে রেডজোন থেকে মুক্ত হওয়া যায় তার সবগুলো শর্তই পুরণ হওয়ায় মানিকগঞ্জের সাতটি অঞ্চলকে রেডজোন থেকে মুক্ত করে বিধি অনুযায়ী ইয়োলো জোনে রূপান্তর করা হয়েছে।
জেলা করোনা প্রতিরোধ সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার রিফাত রহমান শামীম, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, ডায়াবেটিক হাসপাতালের সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, য্গ্মু সম্পাদক মনিরুল ইসলাম মিহির, কাউন্সিলর রতন মজুমদার, আবুল কালাম আজাদ প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।