আন্তর্জাতিক ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় নতুন একটি বিষয় ট্রেন্ড করছে, ‘ব্রেইনটিজার’। কী এই ব্রেনটিজার? এমন সব ছবি ও ধাঁধা যার সমাধান করে মগজ পুষ্ট হয়। কখনও খুঁজে বের করতে হচ্ছে বাঘ, কখনও বা ছুঁড়ে দেওয়া হচ্ছে চিতাবাঘ বা মৌমাছি খোঁজার চ্যালেঞ্জ! কখনও বা শেয়ার হচ্ছে অপটিক্যাল ইল্যিউশনের ছবি বা ভিডিও!
নেটিজেনরা এই নতুন খেলা বেজায় পছন্দও করছেন! নিজেরা সমাধান করে ফের অন্যের উদ্দেশ্যে শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়! দেখতে দেখতে সেই ব্রেনটিজার ভাইরাল হচ্ছে! এই যেমন এই মুহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল একটি অপটিক্যাল ইল্যিউশনের ছবি!
ছবিটি আপাতদৃষ্টিতে সাধারণ! সাদা কাগজে কালো কালি দিয়ে আঁকা একটি মানুষের মুখ। চোখে চশমা। মানুষের মুখের সামনের ভাগ-ই শুধু দেখা যাচ্ছে! স্পষ্ট নাক, গলা, চোখ! কিন্তু শুধু এইটুকুই নয়!
অর্থাৎ, মানুষের মুখে শুধু চোখ, চশমা, নাক, গলা-ই নেই, মানুষের মুখে লেখা রয়েছে একটা ইংরেজি শব্দও! কী সেই শব্দ? নেটিজেনরা ঝাঁপিয়ে পড়েছেন সেই শব্দ খুঁজে বের করতে! কেউ বা সফল হচ্ছেন, কারও বা কালঘাম ছুটছে! দেখুন তো আপনি পারেন কী না…
ছবিটা এবার অত্যান্ত মন দিয়ে দেখুন! বাঁ-দিক থেকে ছবিটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন, দেখবেন লেখা আছে ইংরেজি শব্দ Liar। নাক দিয়ে তৈরি হয়েছে ইংরেজি অক্ষর L, নাকের ফুঁটো ও তার উপরের অংশ দিয়ে তৈরি হয়েছে ইংরেজি অক্ষর i , ঠোঁটের দুটো ভাগ একত্রে তৈরি করেছে ইংরেজি অক্ষর a, সবশেষে চিবুক ও গলার অংশ তৈরি করেছে ইংরেজি অক্ষর r। শুধু L বাদ দিয়ে বাকি তিনটে অক্ষরই ছোট হাতের। শুধু L -ই বড় হাতের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।