জুমবাংলা ডেস্ক : যশোরের শার্শা থেকে চুরি যাওয়া নবজাতক আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঝিকরগাছা উপজেলার বাঁকড়া এলাকা থেকে উদ্ধার করেছে যশোর পিবিআই। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। পিবিআই পুলিশ সুপার রেশমা শারমিন রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় ঝিকরগাছা উপজেলার মধুখালী গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী রোকসনা খাতুন শার্শার নাভারণ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি কন্যা সন্তান জন্ম দেন। ৯ সেপ্টেম্বর দুপুরে নাভারণ ক্লিনিকের বেড থেকে এক দিন বয়সের নবজাতক চুরি হয়ে যায়।
এ ঘটনায় ওই দিন শার্শা থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে চুরির ঘটনায় মামলা হয়। এরপর পুলিশ পরিদর্শক (নিঃ) দেবাশীষ মন্ডল ও এসআই (নিঃ) জিয়াউর রহমানসহ পিবিআই যশোরের আভিযানিক দল টানা অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করতে সমর্থ হয়। উদ্ধার করা শিশুটিকে তার মায়ের কোলে তুলে দেওয়া হয়েছে। চুরির সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।