স্পোর্টস ডেস্ক : হার দিয়ে বিশ্বকাপ শুরু করা আর্জেন্টিনা ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। কিন্তু এই আর্জেন্টিনা ফাইনাল খেলুক, তা কেউই চায়নি। সবাই চেয়েছে আর্জেন্টিনা যেন বিশ্বকাপের ফাইনালে উঠতে না পারে। এমনই দাবি আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের।
গোল ডটকমের খবরে বলা হয়েছে, মেক্সিকোর বিপক্ষে প্রথমার্ধ খুব একটা ভালো হয়নি। সবাই চেয়েছিল আমরা যেন হেরে যাই। সারাবিশ্ব আমাদের বিপক্ষে ছিল। আমি আনন্দিত যে এই ২৬ জন খেলোয়াড়ের সবাই যোদ্ধা এবং আমাদের পেছনে সাড়ে চার কোটি আর্জেন্টাইনের সমর্থন ছিল।
ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ের পর মধ্যপ্রাচ্যভিত্তিক টেলিভিশন বিইন স্পোর্টসকে মার্টিনেজ বলেন, আমি এটা বিশ্বাসই করতে পারি না। আমরা আমাদের প্রথম ম্যাচে হেরে যাই। হঠাৎ করেই যেন সব উলট-পালট হয়ে গেল। মানুষজন আমাদের সক্ষমতা নিয়ে সন্দেহ করতে শুরু করল। যদিও আমরা টানা ৩৬ ম্যাচ অপরাজিত ছিলাম।
আর্জেন্টিনার ফাইনালে ওঠার পেছনে মার্টিনেজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে দুটি গোল আটকে দিয়েছিলেন তিনি। এছাড়া সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে আর্জেন্টিনার জয়েও গোলপোস্ট দারুণভাবে সামলেছেন মার্টিনেজ।
কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে যায় মেসিবাহিনী। মার্টিনেজের বিশ্বাস এটাই তাতিয়ে তুলেছিল আর্জেন্টিনার খেলোয়াড়দের। পরের সবগুলো ম্যাচ জিততে জিততে শিরোপা জয়ের দ্বারপ্রান্তে লা আলবাসিলেস্তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।