স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল ও ফাইনালে আর্জেন্টিনার জয়ে বড় অবদান ছিল গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের। দুই ম্যাচেই গুরুত্বপূর্ণ সেভ তো করেছেনই, ফাইনালে টাইব্রেকারে দলকে শিরোপা এনে দিয়ে হয়েছেন বিশ্বকাপের সেরা গোলরক্ষক।
ক্লাব অ্যাস্টন ভিলার হয়ে এবার মুদ্রার অপর পিঠ দেখলেন এমি মার্টিনেজ। আর্সেনালের বিপক্ষে দলের হারে আর্জেন্টাইন গোলরক্ষকের নির্বুদ্ধিতার দায় দেখছেন কোচ উনাই এমেরি।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) প্রিমিয়ার লিগের ম্যাচে আর্সেনালের বিপক্ষে ৪-২ গোলে হেরে গেছে অ্যাস্টন ভিলা। ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত ম্যাচটিতে ছিল ২-২ গোলের সমতা। ঘরের মাঠে নিশ্চিত ১ পয়েন্ট পাওয়ার হিসাব কষছেন যখন আর্সেনালের কোচ উনাই এমেরি, তখনই গোল খেয়ে বসে লায়নরা। আত্মঘাতী গোলে অ্যাস্টন ভিলাকে পিছিয়ে দেন কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কার জেতা এমি মার্টিনেজ। ডি-বক্সের বাইরে থেকে নেয়া জর্গিনহোর শট পোস্টে লেগে দুর্ভাগ্যজনকভাবে মার্টিনেজের মাথার স্পর্শে জালে জড়িয়ে যায়।
আত্মঘাতী গোলটি তবু অনিচ্ছাকৃত, কিন্তু ৯৮ মিনিটে খাওয়া গোলটির দায় কিছুতেই এড়াতে পারবেন না অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক। ম্যাচের একদম অন্তিম মুহূর্তে কর্নার পায় অ্যাস্টন ভিলা। এ সময় মার্টিনেজ নিজের গোল ফাঁকা রেখে আর্সেনালের ডি-বক্সে অবস্থান নেন। সেই কর্নার থেকে বল পেয়ে প্রতি-আক্রমণে ওঠে আর্সেনাল। দৌড়ে মার্টিনেল্লিদের সঙ্গে কুলিয়ে উঠতে না পেরে মাঝমাঠ থেকে ফাঁকা জালে বল জড়াতে দেখেন অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক। আর এই গোলের জন্যই ভিলার স্প্যানিশ কোচ উনাই এমেরি দায় দিচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষকের কাঁধে।
খেলা শেষে প্রেস কনফারেন্সে এমেরি বলেন, ‘আমি কখনোই আমার গোলরক্ষককে ৯২ মিনিটের সময় গোল করতে বলিনি। কারণ, এমন ১০০টি খেলায় হয়তো ১টি খেলায় গোল হবে। এটা বরং তোমার নিজের গোলে বল জড়াতে প্রতিপক্ষকে আহ্বান জানানো এবং আজ (শনিবার) এটিই হয়েছে।’
মার্টিনেজের সিদ্ধান্তকে মোটেই সময়োপযোগী মনে হচ্ছে না এমেরির। তাই নিজের দলের গোলরক্ষকের খোলামেলা সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা কীভাবে খেলতে চাই এবং কীভাবে প্রতিযোগিতা করতে চাই, সে বিষয়ে সচেতন না থাকাটা আমার কাছে বুদ্ধিমত্তার পরিচায়ক মনে হয় না।’
পয়েন্ট তালিকার ১১ নম্বরে থাকা অ্যাস্টন ভিলা এদিন ড্র করতে পারলেও পয়েন্ট তালিকায় চেলসির সঙ্গে ব্যবধান আরও কমিয়ে আনতে পারত। অন্যদিকে এই জয়ে প্রিমিয়ার লিগের শিরোপার লড়াইয়ে আর্সেনাল নতুন করে প্রাণ পেল। এদিন ম্যানচেস্টার সিটি পয়েন্ট হারানোয় ১ ম্যাচ কম খেলেই ফের পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে আর্সেনাল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।