জুমবাংলা ডেস্ক : করোনার এই দুঃসময়েও রাস্তায় নেমে বকেয়া বেতনের জন্য আন্দোলন করছেন গার্মেন্টস শ্রমিকরা।
আজ মঙ্গলবার (০৫ মে) সকাল দশটায় এই আন্দোলন শুরু হয় রাজধানীর মালিবাগ ডিআইটি রোড এলাকায়। জানা যায়, ড্রাগন সোয়েটার কারখানার মালিক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বেতন দিতে পারবেন না। মালিকের এমন মন্তব্যের পর রাস্তায় নামে শ্রমিকরা।
জানা যায়, ড্রাগন সোয়েটার কারখানায় শ্রমিকদের পাঁচ মাসের বেতন বকেয়া হয়েছে। বেতন চাইতে গেলে শ্রমিকদের সঙ্গে বাজে আচরণ করা হতো। এভাবে দীর্ঘদিন অপেক্ষা করার বাধ্য হয়ে আজ রাস্তা অবোরোধ করেছেন তারা। উজ্জ্বল নামের এক শ্রমিক জানান, মালিক বলে দিয়েছেন, বেতন দিতে পারবেন না। তাই আমরা রাস্তায় নেমেছি।
রাস্তা অবরোধের কারণে ওই এলাকায় যানজট তৈরি হয়। রামপুরা থানার ওসি কুদ্দুস ফকির বলেন, শ্রমিক এবং মালিকের সঙ্গে কথা বলে বিষয়টার সমাধান করার চেষ্টা করছি আমরা। পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিইএমইকেও শ্রমিকদের আন্দোলনের কথা জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



