মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে মালয়েশিয়াস্থ আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটি
বৃহস্পতিবার (১৭ মার্চ) কুয়ালালামপুরে চৌকিটের একটি হোটেলে দোয়া ও আলোচনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।
মালয়েশিয়া আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সভাপতি জালাল উদ্দিন সেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ আর মামুনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি মফিজুর রহমান আরজু, যুগ্ম সম্পাদক বিএম রাসেল, অনিক আমিন, ফারুক মিয়া, সাংগঠনিক সম্পাদক আবির হোসেন, সবুজ, বাবু এবং তারেক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাব্বি হেসেন, এইচএম জিলন, মোরশেদ আলম, মোঃ মহসিন ও সুমনসহ দলের নেতা-কর্মীরা।
সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন জনগণের নেতা। তিনি জনগণের কল্যাণ ও সেবায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। দেশ ও জনগণের প্রতি বঙ্গবন্ধুর অসামান্য অবদানের জন্য বাংলা, বাংলাদেশ ও বঙ্গবন্ধু আজ এক ও অভিন্ন।
সবশেষে দেশ ও জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য দোয়া ও জাতির পিতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।