জুমবাংলা ডেস্ক: বাগেরহাটে মাস্ক ব্যবহার না করে স্বাস্থ্যবিধি লংঘনের অপরাধে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। খবর ইউএনবি’র।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে প্রতিদিন গণপরিবহন এবং জেলার হাট-বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে।
গত ১ জুন থেকে ৫ জুন পর্যন্ত পরিচালিত এসব অভিযানে মাস্ক ব্যবহার না করার অপরাধে ১৩৬ জনকে অর্থদণ্ড দিয়েছেন। এসময় তাদের কাছ থেকে আদালতের বিচারকরা এক লাখ ৮৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক আরাফাত সিদ্দিকী জানান, গণপরিবহন এবং হাটবাজারসহ বিভিন্ন এলাকা অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার অপরাধে অর্থদণ্ড করা হচ্ছে।
এসময় ১৩১টি মামলাও দায়ের করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘মাস্ক ব্যবহার না করে সংক্রমণ বিস্তার ঘটালে অনুর্ধ ছয় মাসের কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড হতে পারে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।