জুমবাংলা ডেস্ক : ৭৫ বছরের বৃদ্ধা মায়ের সেবা করা সহ তিন শর্তে মাদক মামলার আসামিকে কারাগারে না পাঠিয়ে পরিবারের সঙ্গে থেকে সংশোধনের সুযোগ প্রদান করে হাইকোর্ট রায় দিয়েছেন।
রবিবার বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একক বেঞ্চ আসামিকে কারাগারে না পাঠিয়ে প্রবেশন প্রদান করেন। আদালতে আসামির পক্ষে শুনানী করেন এড. মোহাম্মদ শিশির মনির। তাকে সহযোগিতা করেন আইনজীবী মো: রুহুল আমীন এবং এডভোকেট মো. আসাদ উদ্দিন।
পরে আইনজীবী শিশির মনির সাংবাদিকদের বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আসামি মতি মাতবরের ৫ বছরের সাজার বিরুদ্ধে হাইকোর্ট রিভিশন মামলার রায়ে আসামির সাজা বহাল রেখে তিন শর্তে প্রবেশন প্রদান করেছেন।
এক. ৭৫ বছরের বৃদ্ধা মায়ের সেবা সশ্রুষা। দুই. দুই ছেলে মেয়েদের পড়াশুনা করাবেন। তিন. মেয়েকে বাল্য বিয়ে দেবেন না। এটি বাংলাদেশের ইতিহাসে প্রবেশন আইনে হাইকোর্ট কর্তৃক প্রদত্ত দ্বিতীয় রায়। তবে বিশেষ আইনে এটি প্রথম রায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।