জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সন্ত্রাসী ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিলে গিয়ে উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি এবং মা ও শিশু হাসপাতালের চেয়ারম্যান রুহুল আমিন মোল্লা মারা গেছেন।
আজ রবিবার বিকেলের তিনি মারা যান।
রুহুল আমিন মোল্লা ডায়াবেটিকস ও হৃদরোগে ভুগছিলেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। চিকিৎসকের বরাত দিয়ে তারা বলেন, হার্ট অ্যাটাকে রুহুল আমিনের মৃত্যু হয়েছে।
বিএনপি নির্বাহী কমিটির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন গণমাধ্যমকে জানান, সন্ত্রাসী ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক ঘুরে বিএনপির দলীয় কার্যালয়ে সমাবেশ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে সৌজন্য সাক্ষাতের প্রস্তুতি নিচ্ছিলেন বিএনপি নেতা-কর্মীরা। এ সময় রুহুল আমিন অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে রূপগঞ্জের বেসরকারি ইউএস বাংলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রুহুল আমিন মোল্লার পরিবারের সদস্যদের বরাত দিয়ে মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রুহুল আমিন মোল্লার জানাজা সোমবার সকাল নয়টায় শহীদ মঞ্জুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।