জুমবাংলা ডেস্ক: বরগুনায় আলোচিত রিফাত শরিফ হ’ত্যা মামলার প্রধান সাক্ষী তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে পরিবারের সদস্যসহ পু’লিশ হেফাজতে নেওয়া হয়েছে।
মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে বরগুনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মাইঠায় মিন্নিদের বাসা থেকে তাদের পু’লিশ লাইনসে নেওয়া হয়।
দুপুর সাড়ে ১২টার দিকে বরগুনার পু’লিশ সুপার (এসপি) মারুফ হোসেন তার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
মিন্নিকে কেন বাসা থেকে নিয়ে আসা হয়েছে, এ প্রশ্নের উত্তরে এসপি মা’রুফ হোসেন বলেন, মামলার মূল রহস্য উদঘাটন ও সুষ্ঠু তদন্তের জন্য এ মামলার ১ নম্বর সাক্ষী আয়েশা সিদ্দিকা মিন্নিকে পু’লিশ হেফাজতে নিয়ে আসা হয়। তার বক্তব্য রেকর্ড ও জিজ্ঞাসাবাদের জন্য বরগুনা পু’লিশ লাইনসে ডেকে আনা হয়েছে।
রিফাত হ’ত্যা মামলায় মিন্নিকে এখন পর্যন্ত আ’টক বা গ্রে’ফতার করা হয়নি বলেও জানান বরগুনার এসপি।
গত ২৬ জুন সংঘটিত রিফাত শরিফ হ’ত্যা মামলায় পু’লিশ বিভিন্ন স্থানে অ’ভিযান চালিয়ে এখন পর্যন্ত এজাহারভুক্ত সাতজন (ছয়জন জীবিত) ও সন্দেহ’জনক সাতজন আ’সামিসহ মোট ১৪ জনকে গ্রে’ফতার করে। এজাহারভুক্ত গ্রে’প্তার চারজন এবং সন্দেহ’জনক ছয়জন আ’সামিসহ মোট ১০ জনকে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য আ’দালতে প্রেরণ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।