রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় বাসায় ঢুকে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় পাঁচজনকে আটক করেছে স্থানীয় জনতা। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক লেফটেন্যান্ট ফিরোজ ইফতেখার এবং সাবেক কর্পোরাল মুকুল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকাল ৩টা ১৫ মিনিটের দিকে মিরপুর ডিওএইচএসের ১১ নম্বর সড়কের ৭ নম্বর এভিনিউয়ের একটি বাসার পঞ্চম তলায় যায় পাঁচ ব্যক্তি। বাড়িটির মালিক একজন অবসরপ্রাপ্ত মেজর। তারা নিজেদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে বাসায় প্রবেশ করে স্বর্ণালংকার, মোবাইল, ল্যাপটপসহ মূল্যবান সামগ্রী লুট করে। পরে একটি প্রাইভেট কারে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এনডিসি চেকপোস্টের কাছে পাঁচজনকেই আটক করে স্থানীয় জনতা।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম ডাকাতির ঘটনাটি নিশ্চিত করেছেন। তবে তিনি চারজনকে আটকের কথা বলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাবেক কর্পোরাল মুকুল পুলিশকে জানান, মিরপুর-১০–এর এক চায়ের দোকানে তার সঙ্গে হারুনুর রশিদ নামে এক ব্যক্তির সাথে সম্প্রতি পরিচয় হয়। হারুন জানান, এক ব্যক্তির কাছে অবৈধ অস্ত্র রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
পুলিশ বলছে, এটি কোনো অভিযান ছিল না, বরং পরিকল্পিত ডাকাতি। আটক লেফটেন্যান্ট ফিরোজ ইফতেখার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরের ঘনিষ্ঠ এবং তার নেতৃত্বাধীন ‘জাস্টিস ফর কমরেডস’ নামের একটি সংগঠনের সদস্য। অপরদিকে কর্পোরাল মুকুল ‘সহযোদ্ধা’ নামের একটি গ্রুপের সঙ্গে যুক্ত, যা সেনাবাহিনী থেকে বিতাড়িত বা অসন্তুষ্টদের নিয়ে গঠিত।
অভিযুক্তদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন, ডায়মন্ড ও স্বর্ণালংকার, ল্যাপটপ, তিনটি দামী ঘড়ি, প্রসাধনী সামগ্রী ও কিছু ইয়াবা ট্যাবলেট এবং পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।