সাকিব আল হাসানের ব্যাটে-বলে সুদিন নেই অনেকটা সময় ধরেই। বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের পর থেকেই নিষ্প্রভ বলতে গেলে। যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সে খেলার সুযোগই পাননি বেশ কিছু ম্যাচে। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে মাঝে এক ম্যাচে অবশ্য দেখা গিয়েছিল সাকিবের বলের ঝলক।
অবশেষে ব্যাট হাতে রান পেলেন সাকিব আল হাসান। গ্লোবাল টি-টোয়েন্টিতে কাল সারে জাগুয়ার্সের বিপক্ষে ৩০ বলে ৩৬ রানের ইনিংস খেলেন বাংলা টাইগার্স মিসিসাগার অধিনায়ক। বল হাতেও নিয়েছেন ২৪ রানে ১ উইকেট। তাতে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে সাকিবের হাতে।
ব্রাম্পটনে লো-স্কোরিং ১৮ ওভারের ম্যাচে আগে ব্যাটিং করে সারে জাগুয়ার্স করেছিল ১০৮ রান। এদিন বল হাতে পেসার শরীফুল ইসলামও ২৪ রানে ১ উইকেট নিয়েছেন। সাকিব সঙ্গে মার্কাস স্টয়নিস এবং লোগান ভ্যান বিকের ক্যাচও নিয়েছেন।
ব্যাট হাতে দলের বিপর্যয়ের মুখে হাল ধরেন সাকিব। গ্লোবাল টি-টোয়েন্টি লিগের এ মৌসুমে এখন পর্যন্ত ৫ ইনিংস ব্যাটিং করেন সাকিব। যেখানে তার সর্বোচ্চ রানের ইনিংস ২৪। তবে কাল খেলেছেন নিজের মতোই। ৪ চার এবং ১ ছক্কায় ৩০ বলে ৩৬ রানের ইনিংস খেলেছেন তিনি।
এই ম্যাচের পর ৬ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে বাংলা টাইগার্স।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।