স্পোর্টস ডেস্ক: ওয়ানডে সিরিজ শেষে এবার দুই ম্যাচের টি-টোয়েন্টির লড়াইয়ে মাঠে নামলো বাংলাদেশ ও আফগানিস্তান। আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিং করছে টাইগাররা।
সফরকারী আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে ডানহাতি ব্যাটার মুনিম শাহরিয়ারের। ফরচুন বরিশালের হয়ে বিপিএল মাতালেও জাতীয় দলের অভিষেকটা স্মরণীয় করে রাখতে পারেননি তিনি। ১৮ বলে ১৭ রান করে সাজঘরে ফিরে গেছেন মুনিম।
‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরুটা ভালোই করেছিলেন মুনিম।
ম্যাচের বৈধ দ্বিতীয় বলেই ফজলহক ফারুকিকে চার মেরে আন্তর্জাতিক অঙ্গণে রানের খাতা খুলেছিলেন এই ডানহাতি। তৃতীয় ওভারে টানা দুই চার হাঁকান মুজিব উর-রহমান জাদরানকেও। তবে পঞ্চম ওভারের শেষ বলে রশিদ খানের বলে এলবিডব্লিউ হন মুনিম, রিভিও নিয়েও বাঁচতে পারেননি। মুনিমের আগেই অবশ্য সাজঘরে ফিরে গিয়েছিলেন ৫ বলে ২ রান করা নাঈম শেখ।
সুবিধা করতে পারেননি সাকিব আল হাসানও। কায়েস আহমেদকে উড়িয়ে মারতে গিয়ে ৬ বলে ৫ করেই আউট হয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ৯ ওভারে ৩ উইকেটে ৫৪ রান। লিটন দাস ২১ বলে ২৩ ও অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ ৪ বলে ৩ রানে ব্যাট করছেন।
বাংলাদেশ একাদশ : মুনিম শাহরিয়ার, লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদ উল্লাহ রিয়াদ (অধিনায়ক), ইয়াসির আলী চৌধুরী রাব্বি, আফিফ হোসেন, মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, শহীদুল ইসলাম ও নাসুম আহমেদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।