মুন্সীগঞ্জ প্রতিনিধি: উজান থেকে নেমে আসা পানি এবং অতি বৃষ্টিপাতের কারণে মুন্সীগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
আজ শনিবার জেলার ভাগ্যকূল পয়েন্টে পদ্মা নদীর পানি বিপদসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলার চারটি উপজেলা টঙ্গীবাড়ী, শ্রীনগর, লৌহজং ও সদর উপজেলার ২১টি ইউনিয়নে ১৫৩টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। পানিবন্দি হয় হয়ে পড়েছেন ২৮ হাজার পরিবার। এদের মধ্যে ১৬৫টি পরিবার আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। ভেসে গেছে জেলার ১৭শ ২টি পুকুরের মাছ। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৮ কোটি টাকা।
এদিকে বন্যাকবলিতদের জন্য এ পর্যন্ত জেলা প্রশাসন থেকে এ পর্যন্ত সরকারি বরাদ্দের ২০২ মেট্রিকটন চাল ও ৩ হাজার ১ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়াও জিআর ক্যাশ হিসাবে ৩ লক্ষ, গো খাদ্যের জন্য ৩ লক্ষ ও শিশু খাদ্যের জন্য ১ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।
মুন্সীগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, পানির স্রোত অব্যাহত থাকলে জেলার বন্যা পরিস্থিতি ও ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।