লম্বা সময় পর একাদশে সুযোগ পেয়েছেন সাদমান ইসলাম। ফেরার ম্যাচেই খেললেন দারুণ এক ইনিংস। যদিও শেষটায় খানিকটা আক্ষেপ হতে পারে তার। কারণ সেঞ্চুরির খুব কাছে গিয়েও তা আর ছোঁয়া হয়নি।
রাওয়ালপিন্ডিতে নিজেদের প্রথম ইনিংসে সাদমানের ব্যাটে ভর করেই দারুণ শুরু করেছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে ৩১৬ রান করেছে টাইগাররা। যেখানে সর্বোচ্চ ৯৩ রান করেছেন সাদমান। ১৮৩ বল খেলে ১২ চারের সাহায্যে এই ইনিংস সাজিয়েছেন তিনি।
দিন শেষে গতকাল সংবাদ সম্মেলনে সাদমানের এমন ব্যাটিং নিয়ে মুমিনুল হক বলেন, ‘আমার কাছে মনে হয় প্রথমে খেলাটার টোন সেট করেছে গতকাল, ১২ ওভারে আমাদের একটা উইকেটও পড়েনি। জাকির এবং সাদমান, দুইজনই খুব ভালো শুরু করেছে।’
‘জাকির হয়ত বেশি রান করতে পারেনি। কিন্তু সেই সময় যেভাবে খেলা দরকার সেভাবে খেলেছে। দুই ওপেনারই আমার কাছে খেলার টোনটা ভালোমতো সেট করে দিয়েছে। সাদমানের ৯৩ রানের ইনিংসটা আমার দেখা অন্যতম সেরা ইনিংস।’-যোগ করেন তিনি।
দলের ব্যাটিং নিয়ে মুমিনুল বলেন, ‘বিদেশে এরকম ৪টা পেসারের বিপক্ষে ওর যে গেমপ্ল্যান, যেভাবে খেলেছে তা অসাধারণ। জাকির বেশি রান করেনি, কিন্তু যতক্ষণ ছিল দলের জন্য করে দিয়ে গেছে। শেষের দিকে লিটন (দাস) যেভাবে ওদের আক্রমণ করছে, গেম আমাদের হাতে চলে এসেছে। মুশফিক (মুশফিকুর রহিম) ভাই তো আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে পরিস্থিতিটা হ্যান্ডেল করেছে, আলহামদুলিল্লাহ।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।