মৃত্যুর সঙ্গে লড়াই করা পেলের সবশেষ অবস্থা জানিয়ে মেয়ের আবেগঘন পোস্ট
স্পোর্টস ডেস্ক: মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন বিশ্ব ফুটবলের কিংবদন্তী পেলে। দুরারোগ্য ক্যানসার বাসা বেঁধেছে ফুটবলের কালো মানিক হিসাব খ্যাত এই ব্রাজিলিয়ানের দেহে। বর্তমানে তিনি ভর্তি আছেন সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন মেডিকেল সেন্টার।
বড়দিনের আগে পেলের সবশেষ শারীরিক অবস্থার কথা জানিয়ে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন পেলের কন্যা ক্যালি নাসিমেন্তো। শুক্রবারের (২৪ ডিসেম্বর) সেই পোস্টে তিনি বাবার একটি ছবি দিয়ে লেখেন, আমরা এখনও এখানে আছি এবং লড়াই চালিয়ে যাচ্ছি।
ব্রাজিলের গণমাধ্যমগুলো জানাচ্ছেন, তিনবারের বিশ্বকাপ জয়ী পেলে ক্রমেই ক্যানসারের সঙ্গে লড়াইয়ে হেরে যাচ্ছেন এবং চিকিৎসকরা আশা ছেড়ে দিয়েছেন। তবে পেলের মেয়ে ক্যালি আশা ছাড়েননি। তার বিশ্বাস পেলে, এবারের লড়াইয়েও জয়ী হবে।
তিনি পোস্টে লেখেন, আমরা এক সঙ্গে আরও একটি লড়াই চালিয়ে যেতে চাই। আমরা আমাদের বিশ্বাসের সঙ্গে লড়াই করতে চাই। ছবিতে দেখা যাচ্ছে, ক্যালি তার বাবাকে জড়িয়ে ধরে আছেন। আর পেলে তার মেয়েকে সান্ত্বনা দিচ্ছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, ক্যানসার পেলের পুরো শরীরের ছড়িয়ে পড়েছে এবং এখন আর কোন ওষুধ কাজ করছে না। এজন্য তাকে প্যালিয়েটিভ কেয়ার সেন্টারে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের এখন প্রধান লক্ষ্য হচ্ছে পেলেকে যতদূর সম্ভব যন্ত্রণা মুক্ত রাখা।
হাসপাতালের বিছানায় শুয়ে পেলে কাতার বিশ্বকাপের খেলা দেখেছেন। নিজের সবশেষ পোস্টে চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনা দল ও মেসিকে অভিবন্দন জানিয়েছেন পেলে। তার মেয়ে আরও জানিয়েছেন, বড়দিনের ছুটি তারা বাবার সঙ্গে হাসপাতালের কাটাবেন।
পেলের লাখো কোটি ভক্তের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ক্যালি নাসিমেন্তো বলেন, তার বাবার প্রতি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় তিনি মুগ্ধ। সবার ভালোবাসা আর প্রার্থনায় আমাদের মনে হয়েছে, আমরা এক নই, আমাদের পাশে গোটা পৃথিবীর মানুষ আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।