স্পোর্টস ডেস্ক: প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে আবারো বড় ব্যবধানে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এক গোলে পিছিয়ে থেকেও মেলবোর্ন ভিক্টরির বিপক্ষে শুক্রবার ৪-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে ইংলিশ জায়ান্টরা। এর মাধ্যমে নতুন ম্যানেজার এরিন টেন হাগের অধীনে দ্বিতীয় জয় তুলে নিল।
এর আগে গত মঙ্গলবার ব্যাংককে আরেক ইংলিশ জায়ান্ট লিভারপুলকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল ইউনাইটেড। ঐ ম্যাচে গোল করেছিলেন জেডন সানচো, ফ্রেড, এন্থনি মার্শাল ও ফাকুনডো পেলিস্ট্রি। কাল স্কোরশিটে নাম লিখিয়েছেন মার্শাল, মার্কোস রাশফোর্ড, স্কট ম্যাকটমিনে।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ৭৪ হাজার ফুটবল সমর্থকের সামনে ম্যাচের মাত্র ৫ মিনিটেই পিছিয়ে পড়ে ইউনাইটেড। স্বাগতিকদের হয়ে গোলটি করেন এ্যাটাকার ক্রিস্টোফার ইকোনোমিডিস। কিন্তু বিরতির ঠিক আগে ম্যাকটোমিনে ও মার্শালের গোলে ২-১ ব্যবধানে লিড পায় ইউনাইটেড। ম্যাচ শেষের ১২ মিনিট আগে দলের হয়ে তৃতীয় গোলটি করেন রাশফোর্ড। ৯০ মিনিটে ডিফেন্ডার এডমন্ড লুপানকুর আত্মঘাতি গোলে ইউনাইটেডের বড় জয় নিশ্চিত হয়।
ম্যাচ শেষে ইউনাইটেড বস টেন হাগ বলেছেন, ‘এক গোলে পিছিয়ে থেকেও ম্যাচ বের করে আনতে আমরা সমর্থ হয়েছি। প্রাক-মৌসুমে আমাদের মূল লক্ষ্যই হলো পরিকল্পনা অনুযায়ী খেলোয়াড়রা মাঠে খেলতে পারছে কিনা-সেটা পর্যবেক্ষণ করা। ১-০ গোলে পিছিয়ে থেকেও খেলোয়াড়রা সংঘবদ্ধ ছিল। তারই কারনে বিরতির আগে আমরা পরপর দুই গোল দিয়ে এগিয়ে যাই। মেলবোর্নের রক্ষনভাগ অত্যন্ত শক্তিশালী ছিল। আমাদের জন্য সুযোগ তৈরী করা কঠিন হয়ে পড়েছিল।’
লিভারপুলের বিপক্ষে ইউনাইটেড ২২ জন খেলোয়াড়কে ব্যবহার করেছিল। কালকের ম্যাচেও একই একাদশ নিয়ে মাঠে নেমেছিলেন টেন হাগ। বিরতির পর দলে ১০টি পরিবর্তন আসে। লিভারপুলের বিপক্ষে খেলতে না পারা অধিনায়ক ও সেন্টার-ব্যাক হ্যারি ম্যাগুয়েরে কাল দলে ফিরেছেন। তার সাথে আরো ছিলেন ভিক্টর লিন্ডেলফ ও রাফায়েল ভারানে। ব্যাংককে পেশীর ইনজুরিতে পড়া গোলরক্ষক ডেভিড ডি গিয়া কাল দলে বাইরে ছিলেন। ডিন এ্যান্ডরসন ধারে নটিংহ্যাম ফরেস্টে যাওয়ায় ব্যাক-আপ গোলরক্ষক টিন হিটন পুরো ৯০ মিনিট খেলেছেন। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর অনুপস্থিতিতে মার্শালের নেতৃত্বে আক্রমনভাগে আরো ছিলেন সানচো ও এন্থনি এলানগা।
সাবেক ইউনাইটেডর তারকা নানি চলতি সপ্তাহে মেলবোর্ন ভিক্টরির হয়ে চুক্তি স্বাক্ষর করেছেন। ম্যাচ শেষের তিন মিনিট আগে অস্ট্রেলিয়ান দলটির হয়ে তার অভিষেক হওয়ায় স্থানীয় সমর্থকরা দারুনভাবে পর্তুগীজ এই মিডফিল্ডারকে স্বাগত জানিয়েছে।
আগামী ৭ আগস্ট প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু হবার আগে অস্ট্রেলিয়ায় লিগ প্রতিদ্বন্দ্বী ক্রিস্টাল প্যালেস ও এ্যাস্টন ভিলার সাথে আরো দুটি প্রীতি ম্যাচ খেলবে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।