মেসিকে আঘাত করলে মেরে ফেলার হুমকি!

মেসি

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির ক্যারিয়ারজুড়ে আক্ষেপের নাম বিশ্বকাপ। যে শিরোপা ছুঁয়ে দেখায় শেষ সুযোগ হয়তো কাতারে বছরের শেষে বসতে চলা আসরটি। সময় বেশি নেই। বিশ্বকাপ খরা কাটানোর যুদ্ধে নামতে হলে যেকোনো মূল্যে চোটমুক্ত থাকতে হবে ৩৫ বর্ষী মহাতারকাকে। যা ভালোই জানা সাবেক সতীর্থ ও বন্ধু সার্জিও আগুয়েরোর। স্বদেশী ডিফেন্ডার ওটামেন্ডিকে তাই সর্তক করে দিলেন আগুয়েরো। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি-বেনফিকার ম্যাচে যেন মেসিকে আঘাত না করা হয়, সোজাসাপটা বলেছেন সেটা।
মেসি
চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের ড্র হয়ে গেছে। গ্রুপ ‘এইচ’তে মেসির পিএসজির সাথে আছে জুভেন্টাস, ম্যাকাবি হাইফা ও বেনফিকা। বেনফিকার রক্ষণ সামলান আর্জেন্টাইন ওটামেন্ডি। ম্যাচে তার মূল কাজটা হবে মেসিকে আটকে রাখা। সেখানেই ভয় আগুয়েরোর। মেসিকে আটকাতে গিয়ে যদি চোট দিয়ে বসেন, বিপদ বাড়বে আর্জেন্টিনার। সেকারণে সাবধানী হতে পরামর্শ দিয়েছেন। ওটামেন্ডির উদ্দেশ্যে একইসঙ্গে মজা করে বলেছেন, মেসিকে আঘাত করলে তোমাকে মেরেই ফেলব!

আর্জেন্টিনার আরেক তারকা অ্যাঞ্জেল ডি মারিয়াও আছেন মেসিদের গ্রুপেই। জুভেন্টাসকে জেতানোর ভার তার কাঁধে। বেনফিকার রক্ষণ সামলানো ওটামেন্ডিকে সাবধানী করা ছাড়া উপায়ও দেখেননি হৃদরোগে আক্রান্ত হয়ে ফুটবলকে বিদায় বলতে বাধ্য হওয়া আগুয়েরো। চ্যাম্পিয়ন্স লিগের ড্র’র পরপরই লাইভ স্ট্রিমিংয়ে এসে বলেছেন এসব কথা।

‘চ্যাম্পিয়ন্স লিগে পিএসজিকে পাবে বেনফিকা। ওটামেন্ডি, সাবধান মেসিকে আঘাত করবে না। তা হলে তোমাকে মেরেই ফেলব, সামনে বিশ্বকাপ। তুমি ডি মারিয়ার জুভেন্টাসের বিপক্ষেও খেলছ। কাজেই সাবধান, তাদের আঘাত করবে না।’

জাতীয় দল ও ম্যানচেস্টার সিটির সাবেক সতীর্থের আচরণের ব্যাপারে বেশ সচেতন আগুয়েরো। জানেন ওটামেন্ডি এমনকিছু ঘটাতে পারেন। তাই আগেভাগেই সাবধান করা। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির বিপক্ষে ১-০ গোলের হেরে বিশ্বকাপের স্বাদ পাওয়া হয়নি আগুয়েরোর। মেসির জন্য হলেও এবার দলের হাতে শিরোপা দেখতে চান। ৩৬ বছরের বিশ্বকাপ শিরোপা খরা কাটাতে আর্জেন্টিনার সবাইকে শতভাগ ফিট থাকতে হবে, মনে করিয়ে দিয়েছেন সেটিও।

ব্রাজিলের স্বপ্ন ভেঙে বিশ্বকাপের ফাইনালে জাপান