স্পোর্টস ডেস্ক : ফুটবলের ময়দানে ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চিরদিনের। তবে লিওনেল মেসির জন্য যেন সবকিছুই ব্যতিক্রম। ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো যেমন খুব করে চান, এবারের বিশ্বকাপ ট্রফি উঠুক আর্জেন্টিনা অধিনায়কের হাতে।
একই সঙ্গে অবশ্য ‘দা ফেনোমেনোন’ এটাও বললেন, প্রতিবেশীদের বিজয়ীর বেশে দেখাটা তার জন্য সুখকর অভিজ্ঞতা হবে না। কিন্তু মেসিকে তিনি বিজয়ী হিসেবে দেখতে চান।
কাতার বিশ্বকাপের সূচি চূড়ান্ত হওয়ার পর থেকেই ফুটবল বিশ্বে চর্চা হচ্ছিল সেমি-ফাইনালে সম্ভাব্য ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই নিয়ে। কোয়ার্টার-ফাইনাল পর্যন্ত সবকিছু এগিয়ে যাচ্ছিল সেভাবেই। মেসির দল নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ চারে উঠলেও বিদায় নেয় নেইমার-ভিনিসিউসরা। শেষ আটে টাইব্রেকারে তাদের হারায় ক্রোয়েশিয়া।
স্প্যানিশ পত্রিকা মুন্দো দেপোর্তিভোকে সোমবার দেওয়া এক সাক্ষাৎকারে মেসি ও আর্জেন্টিনার বিশ্বকাপ সম্ভাবনা নিয়ে কথা বলেন রোনালদো। ২০০২ বিশ্বকাপ জয়ী এই তারকা মনে করেন, দল হিসেবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সেরা ফুটবল না খেললেও এগিয়ে যাওয়ার তীব্র বাসনাই তাদের মূল শক্তি।
“মেসি বিশ্বকাপ জিতলে আমি খুশি হব, তবে একজন ব্রাজিলিয়ান হিসেবে খুশি হব না। আমাদের সবারই এটি (বিশ্বকাপ) প্রাপ্য। ফুটবলে খেলেই জিততে হবে। কেউ আপনাকে এমনি এমনি কিছু দেবে না। তার বেলায়ও বিষয়টা একই। তবে হ্যাঁ, অবশ্যই তার সামনে সুযোগ আছে।”
“আর্জেন্টিনা দুর্দান্ত ফুটবল খেলছে না, কিন্তু তাদের ইচ্ছাশক্তি প্রবল, তারা সবাই একসঙ্গে ছুটছে… ব্যক্তিগতভাবে, সে (মেসি) জিততে পারলে আমি তার জন্য খুশি হব।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।