স্পোর্টস ডেস্ক: ফাইনালিসিমা, ইউরোপ এবং লাতিন আমেরিকা মহাদেশের চ্যাম্পিয়নদের এক অনন্য দ্বৈরথের নাম। ফাইনালিসিমা। শব্দটা ইতালিয়ান বলেই অপরিচিত মনে হতে পারে। তবে গ্র্যান্ড ফাইনাল বললে আর বুঝতে বাকি থাকবে না করোরই। আজ লন্ডনের ওয়েম্বলিতে গ্র্যান্ড ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা-ইতালি। কোপা, ইউরো চ্যাম্পিয়নদের দ্বৈরথে এখন সবার চোখ। আজ রাত পৌনে ১টায় শুরু হবে ম্যাচটি।
গত বছর কোপা জিতে ট্রফির খরা কাটানো লিওনেল মেসি অবধারিতভাবেই আজকের ম্যাচের মূল আকর্ষণ। আর্জেন্টাইন অধিনায়কের অগুণতি ভক্ত গোটা পৃথিবীতে। যারা আর্জেন্টিনার জার্সি গায়ে তার বাঁ পায়ের জাদু দেখতে মুখিয়ে থাকেন।
ওয়েম্বলিতেও একই আশায় চোখ রাখবেন কোটি কোটি ফুটবলামোদি।
কিন্তু অনেকবারই দেখা গেছে, ইউরোপের যান্ত্রিক ফুটবলে থমকে গেছে মেসির শিল্পিত সৌন্দর্য। অতন্দ্র প্রহরী বসিয়ে তার ফুটবল জাদুকে নির্বাসনে পাঠাতে সক্ষম হয়েছে প্রতিপক্ষ। ইউরোপিয়ান দলগুলোর বিরুদ্ধে তাই মেসির সফলতাও কম।
ইউরোপের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ ৩ বার সুইজারল্যান্ডের বিরুদ্ধে গোল করেছেন মেসি। ক্যারিয়ার জুড়ে যেখানে প্রতি ১০৩ মিনিটে গোল করেছেন, সেখানে ইউরোপিয়ানদের বিরুদ্ধে গোল প্রতি মেসির সময় লেগেছে ১১৭ মিনিট। এখানেই স্পষ্ট মাঠে তাকে কঠিন সময় উপহার দিচ্ছে ইউরোপের দলগুলো।
যদিও ২৯ ম্যাচ খেলে ইউরোপিয়ান বিপক্ষে ২১ গোলে অবদান রেখেছেন তিনি। যার মধ্যে ১৩টি গোল নিজে করেছেন, বাকি আটটি অ্যাসিস্ট। এর মধ্যে জিতেছেন ১০ ম্যাচ, ড্র চারটি, হার ১৫টি। স্পষ্ট যে, হারের স্মৃতিই বেশি। তবে মেসির নেতৃত্বে গত তিন বছর অপরাজিত আছে আর্জেন্টিনা। আজো সেটি ধরে রাখতে চাইবে আলবেসেলেস্তেরা।
মেসির আন্তর্জাতিক অভিষেক হয়েছিল ২০০৫ সালের ১৭ আগস্ট হাঙ্গেরির বিপক্ষেই। কিন্তু ২ মিনিটের মাথায় রেড কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। মেসির অভিষেকের পর আর্জেন্টিনা দুইবার ইতালির বিরুদ্ধে খেলেছে। দুটি ম্যাচেই ইনজুরির কারণে ছিলেন না তিনি। আজ গোল পেলে ১০ ইউরোপিয়ান দেশের বিরুদ্ধে গোল করবেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।