স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের কোচ, অধিনায়ক, সাংবাদিক ও ভক্তদের ভোটে টানা দ্বিতীয়বারের মতো ‘দ্য বেস্ট’ পুরস্কার জিতলেন লেভানডস্কি। ভক্তরা সাধারণত নিজের পছন্দের খেলোয়াড়দেরই ভোট দিয়ে থাকেন। তবে তারকা ফুটবলাররা সাধারণত কাকে ভোট দিয়ে থাকেন তা নিয়ে সবার আগ্রহ থাকে।
ইতোমধ্যে সুইজারল্যান্ডের জুরিখে সোমবার রাতে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার ‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে বিজয়ী হিসেবে লেভানদোভস্কির নাম ঘোষণা করা হয়েছে। বায়ার্ন মিউনিখের এই পোলিশ তারকা পেছনে ফেলেন রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি ও লিভারপুলের ফরোয়ার্ড মোহামেদ সালাহকে।
সব জাতীয় দলের কোচ ও অধিনায়ক, বিশ্বের তিন শতাধিকের বেশি সাংবাদিক ও ফুটবলপ্রেমীদের ভোটে বেছে নেওয়া হয়েছে বর্ষসেরা ফুটবলারকে। ৪৮ পয়েন্ট নিয়ে টানা দ্বিতীয়বার পুরস্কারটা পেয়েছেন লেভানদোভস্কি। আর্জেন্টাইন তারকা মেসি পেয়েছেন ৪৪ পয়েন্ট, সালাহ ৩৯ পয়েন্ট।
সময়ের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো তার প্রথম ভোটটি দিয়েছেন পোলিশ তারকাকে। তার চোখে দ্বিতীয় সেরা চেলসির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা মিডফিল্ডার এনগোলো কান্তে। আর চ্যাম্পিয়নস লিগ ও ইউরো জেতা জর্জিনিও রোনালদোর চোখে তৃতীয় সেরা।
এদিকে মেসির চোখে সেরার তালিকায় জায়গা হয়নি লেভানডস্কির। পিএসজির আর্জেন্টাইন তারকার চোখে সেরা নেইমার। দুইয়ে আছেন আরেক পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপ্পে। আর তৃতীয় সেরা হিসেবে রিয়ালের ফরাসি তারকা করিম বেনজেমাকে বেছে নিয়েছেন মেসি।
এদিকে লেভানডস্কি তার সেরার তালিকায় ঠিকই মেসি এবং রোনালদোকে ঠাঁই দিয়েছেন। তবে তাদের স্থান যথাক্রমে দ্বিতীয় আর তৃতীয়তে। আর লেভার চোখে সেরা ছিলেন জর্জিনিও।
মিশরের অধিনায়ক সালাহ প্রথম ভোট দিয়েছেন জর্জিনিয়োকে। তার পরের দুটি ভোট পড়েছে যথাক্রমে মেসি ও লেভানদোভস্কির বাক্সে।
কদিন আগে ‘দ্য বেস্ট’ ফুটবলারের তালিকায় ১১ জনের নাম প্রকাশ করেছিল ফিফা। পুরুষদের সংক্ষিপ্ত তালিকায় ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসির সঙ্গে ছিলেন রবার্ট লেভানডস্কি ও মোহাম্মদ সালাহ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।