জুমবাংলা ডেস্ক : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় মোটরসাইকেল চুরি করে পালানোর সময় স্থানীয় জনতা পৌর কাউন্সিলর আব্দুর রাজ্জাককে (৪২) আটক করে। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়। বৃহস্পতিবার তাকে ঠাকুরগাঁও জেলা আদালতে হাজির করা হয়।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকরতা তাজুল ইসলাম তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার রাতে আব্দুল আউয়াল নামে এক ব্যক্তি বাদী হয়ে হরিপুর থানায় একটি মামলা দায়ের করেন ৷
পুলিশ ও মামলার বাদী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে হরিপুরের চৌরঙ্গী বাজার সংলগ্ন দারুল কুরআন ওয়াস সুন্নাহ ও এতিমখানার সৌজন্যে ইসলামিক ওয়াজ মাহফিল চলাকালিন মোটরসাইকেল চুরি করে পালানোর সময় আব্দুর রাজ্জাককে আটক করে স্থানীয় জনতা। পরে হরিপুর থানা পুলিশের এস আই আবু ঈশা ও এস আই রাকিবুল ইসলাম রাকিবের কাছে সোর্পদ করা হয়।
হরিপুর থানা পরিদর্শক (ওসি) তাজুল ইসলাম বলেন আব্দুর রাজ্জাক আন্তঃজেলা মোটরসাইকেল চোরের মূল হোতা বলে স্বীকার করেছেন এবং সে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় ৪৩টি মামলা রয়েছে। বৃহস্পতিবার সকালে আদালতে চোর রাজ্জাককে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগেও গত ১৯ মার্চ গভীর রাতে সার ও কীটনাশক ব্যবসায়ী জাহেদুল ইসলামকে ছিনতাইয়ের ঘটনার সূত্র ধরে থানা পুলিশ তদন্তে জন্য ঘটনাস্থল যায়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি মোবাইল ফোন উদ্ধার করে। ওই মোবাইল ফোনের সূত্র ধরেই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করা হয়।
চলতি বছরের ১ জুন মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে রাজ্জাককে গ্রেপ্তার করে। এছাড়াও এ মামলার তদন্ত চলাকালীন রাজ্জাক বাদেও আরও ৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- আনোয়ার হোসেন, আল আমিন, রনি, আব্দুল হাকিম, সাহাবুদ্দিন ও নওশাদ। সম্প্রতি সেই মামলার জামিনে বের হয়ে আবারো মোটরসাইকেল চুরি করতে গিয়ে ধরা খেলেন রানীশংকৈল পৌর কাউন্সিল আন্তঃজেলা মোটরসাইকেল চোরের মূলহোতা আব্দুর রাজ্জাক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।