Advertisement
আজ জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ এক জয় দিয়ে শেষ হলো বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফির অধ্যায় । এরপর আর দেখা যাবেনা টসের কয়েন হাতে টাইগারদের এই অধিনায়ককে ।
সিলেটের মাঠে আজকের দারুণ জয়ে বিদায়ের দিনে বন্ধু সাকিবকে সবচেয়ে বেশি মিস করছেন অধিনায়ক মাশরাফি ।
জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের পর ম্যাচ পরবর্তী অনুষ্ঠানের আগে মাশরাফির অনুভুতি জানতে চায় উপস্হাপক গৌতম ভিমানি । এসময় সাকিবকে মিস করার কথা জানিয়ে দেন মাশরাফি ।
মাশরাফি বলেন, ”আজকের এই দিনে সবচেয়ে বেশি মিস করছি সাকিব আল হাসানকে। যদি এখানে সাকিব থাকতো তবে আরো ভিন্ন হতে পারতো। মিস ইউ লট সাকিব।”
২০০৯ সালে প্রথমবারের মতো বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন মাশরাফি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।