স্পোর্টস ডেস্ক : সৌদি আরবের ক্লাব আল হিলাল কিংবা সাবেক ক্লাব বার্সেলোনা, কোনটিতেই যোগ দিচ্ছেন না লিওনেল মেসি। সব আলোচনার ইতি টেনে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছেন বিশ্বকাপজয়ী মহাতারকা। ক্লাবটির সঙ্গে চুক্তির সকল বিষয় শতভাগ শেষ না হলেও জারি আছে আলোচনা। স্প্যানিশ গণমাধ্যমে খবর, দুই থেকে চার বছরের চুক্তিতে স্বাক্ষর করবেন বিশ্বজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি।
স্পেনের দুই ক্রীড়া পত্রিকা মুন্ডো দেপোর্তিভো ও স্পোর্তকে বুধবার রাতে সাক্ষাৎকারে মেসি নিশ্চিত করেছেন পরবর্তী ঠিকানা আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামি। পূর্ণাঙ্গ চুক্তির শর্তাবলির ব্যাপারে মেসি নিজে থেকে কিছু না বললেও ইউরোপের গণমাধ্যমগুলোয় হচ্ছে ব্যাপক আলোচনা-বিশ্লেষণ।
ডেভিড বেকহ্যামের ক্লাবটির সঙ্গে মেসির চুক্তি নিয়ে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টি-ওয়াইসি স্পোর্টস’ তথ্য দিয়েছে, তারা তিন বছরের চুক্তির ইঙ্গিত দিলেও স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’ দাবি করেছে মেসিকে চার বছরের চুক্তির প্রস্তাব দেয়া হয়েছে।
যদি তিন বছরের চুক্তিতে যোগ দেন মেসি, প্রথম দুই মৌসুম শেষ করে পরের মৌসুমে চাইলে চুক্তি বাড়াতে পারবেন। মেয়াদ বাড়ানোর বিষয়টি নির্ভর করবে দুপক্ষের আলোচনার ভিত্তিতে। স্পেনের আরেক সংবাদমাধ্যম ‘রেলেভো’ অবশ্য বলছে দুই বছরের চুক্তি করবেন মেসি।
অর্থের দিকটা বিবেচনায় নিলে খবর, অ্যাপল টিভি ও অ্যাডিডাস ক্লাবটির স্পন্সর হওয়ায় তাদের থেকে লভ্যাংশও পাবেন মেসি। বেতনের বিষয়ে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, পারিশ্রমিক বাবদ বছরে প্রায় সাড়ে ৫ কোটি ডলার পাবেন ৩৫ বর্ষী বিশ্বজয়ী। এর বাইরেও বেশকিছু খাত থেকে আরও অর্থ আয়ের সুযোগ থাকবে। থাকবে নানা ব্র্যান্ডের দূতিয়ালি থেকে আয়ের পথ।
তবে চুক্তির সববিষয় এখনও চূড়ান্ত হয়নি, জানিয়েছেন মেসি। বলেছেন, ‘ইন্টার মিয়ামিতে যোগ দেয়ার সিদ্ধান্তই আমি নিয়েছি। তবে চুক্তির সব কাজ এখনও শতভাগ শেষ হয়নি। কিছু বিষয় বাকি আছে, কিন্তু আমরা এই লক্ষ্যেই এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
আগামী ৫ জুলাই এমএলএসের সেকেন্ডারি ট্রান্সফার উইন্ডোর প্রথমদিনেই মেসির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হওয়ার কথা আছে মিয়ামির। আর ২১ জুলাই লিগ কাপের প্রথম ম্যাচে মিয়ামির হয়ে অভিষেক হতে পারে মেসির। অফিসিয়ালি চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তি রয়েছে মেসির। প্যারিস থেকে যদিও আনুষ্ঠানিক বিদায় নিয়ে এসেছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।