Advertisement
যশোর সরকারি সিটি কলেজ শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন রিমনকে আটক করেছে স্থানীয় জনতা।
বুধবার (২০ আগস্ট) দুপুরে শহরের লালদীঘি পাড়ে বিএনপি কার্যালয়ের সামনে ঘোরাঘুরি করার সময় এলাকাবাসী তাকে চিনে ফেলে ধরে ফেলে। পরে গণধোলাইয়ের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানাত খান জানান, রিমনের বিরুদ্ধে বিএনপি কার্যালয় ভাঙচুরের একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। ওই মামলার সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেদিন বিএনপি একটি গণমিছিলের প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সে সময় রিমন কার্যালয়ের আশেপাশে অবস্থান করলে স্থানীয়রা সন্দেহবশত তাকে আটকে ফেলে এবং পরে পুলিশের হাতে তুলে দেয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।