যাকে বিয়ে করলেন সাইফউদ্দিন
স্পোর্টস ডেস্ক: জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাইফউদ্দিন। বিয়ের পিঁড়িতে বসলেন এই ক্রিকেটার। বৃহস্পতিবার (২ মার্চ) ফেনী শহরের গ্রান্ড সুলতান কনভেনশন হলে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
সাইফউদ্দিনের বিয়ে পড়ান ফেনী বড় জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল্লাহ। এর আগে বুধবার (১ মার্চ) রাতে জমকালো হলুদ সন্ধ্যার আয়োজন করা হয়। পরিবারের সদস্যদের পাশাপাশি শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আমন্ত্রিত অতিথি হিসেবে হলুদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরিবারের সদস্যদের পছন্দের পাত্রী কাজী ফাতেমা তুজ জারা সঙ্গেই গাঁটছড়া বেঁধেছেন সাইফউদ্দিন। কনে কাজী ফাতেমা তুজ জারা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অনার্স ভর্তির জন্য আবেদন করেছেন। সাইফউদ্দিনের নতুন জীবন শুরু করতে যাওয়ায় তার মা জহুরা বেগম ও বড় ভাই কফিল উদ্দিন সবার কাছে দোয়া চেয়েছেন। বর্তমানে জাতীয় দলের বাইরে আছেন অলরাউন্ডার সাইফউদ্দিন।
https://inews.zoombangla.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa%e0%a6%9c%e0%a6%af%e0%a6%bc%e0%a7%80-%e0%a6%86%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf-2/
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।