জুমবাংলা ডেস্ক : সালথা-ফরিদপুর আঞ্চলিক সড়কে এক পথচারীকে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী মাহিন্দ্র উল্টে গিয়ে মো. ইদ্রিস হাজরা (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। সোমবার (১০ মার্চ) রাত ৮ টার দিকে সালথা-ফরিদপুর সড়কের শোলাকুন্ড মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইদ্রিস সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ঝুলাখালী গ্রামের বাসিন্দা।
নিহতের স্বজনরা জানান, সোমবার বিকেলে সদর থানার কৈজুরী ইউনিয়নের সাইচা গ্রামে পেঁয়াজ ক্ষেত দেখতে গেয়েছিলেন ইদ্রিস হাজরা।
কাজ শেষ মাহিন্দ্র গাড়িতে বাড়ি ফিরছিলেন। পথে শোলাকুন্ড মাদরাসার সামনে একজন পথচারীকে বাঁচাতে গিয়ে ওই মাহিন্দ্র গাড়িটি উল্টে যায়। এতে ইদ্রিস হাজরাসহ সাতজন আহত হন। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইদ্রিস হাজরাকে মৃত ঘোষণা করেন।আরেকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার করেছেন।
দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর ইকবাল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।