Advertisement
খুনের মামলায় ২০ বছর বা তার চেয়েও বেশি সাজা খেটেছেন এমন ৩৩০ জন বন্দীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট মন্ত্রণালয়ের একটি উচ্চপর্যাায়ের কমিটি এসব বন্দীর তালিকা চূড়ান্ত করেছে।
মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে, জেলা কারাগারের সুপারিশের ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়েছে। কারা অধিদপ্তর করে এসব বন্দীদের মুক্তির বিষয়ে সুপারিশ করে স্বরাষ্ট মন্ত্রণালয়কে জানিয়েছে, কযেদিরা দীর্ঘদিন ৫৬৯ ধারায় মুক্তি না পাওয়ায় তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে। অতিতেও অনাকাঙ্খিত ঘটনা সংগঠনের ইতিহাস রয়েছে।
এ বিষয়ে স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, কারাবিধির ৫৬৯ ধারায় এসব বন্দীদের মুক্তি দেয়া হবে। এরা সবাই ২০ বছরের বেশি সাজা খেটেছেন। বিতর্কিত কারো জন্য এ ধারা প্রযোজ্য হবে না। সংক্ষেপিত সংকলন ইসমাঈল আযহার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।