
আন্তর্জাতিক ডেস্ক: চীনের উত্তর-পশ্চিমের জিনজিয়াং প্রদেশে মানবাধিকার লঙ্ঘন এবং গণহত্যার রিপোর্টটি ব্রিটেনভিত্তিক আইনজীবী এবং অধিকার বিশেষজ্ঞদের একটি প্যানেল পরীক্ষা করছেন। বৃহস্পতিবার (৩ জুন) এ বিষয়ে লন্ডনে শুনানি শুরু হয়েছে। খবর ইয়াহু নিউজ’র।
খবরে বলা হয়, জিনজিয়াংয়ের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে জোরপূর্বক নির্বীযকরণ, নির্যাতন, নিখোঁজ হওয়া এবং দাস শ্রমের অভিযোগ সম্পর্কে সরাসরি সাক্ষ্য নেবে এই ‘উইঘুর ট্রাইব্যুনাল’। শুনানির জন্য জার্মানি ভিত্তিক মার্কিন অনুদানপ্রাপ্ত উইঘুর লবি গোষ্ঠী ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেস অনুরোধ করেছিল। জিনজিয়াংয়ের সুদূর-পশ্চিম চীনা অঞ্চলে “চলমান নৃশংসতা এবং সম্ভাব্য গণহত্যার তদন্ত করতে” বৃহত্তর স্বায়ত্তশাসন চায় এই গোষ্ঠী।
আরও বলা হয়, যদিও এই ট্রাইব্যুনালের কোনো রায় বাস্তবায়নের ক্ষমতা নেই তবে আয়োজকরা আশা করছেন, উইঘুর মুসলিম এবং অন্যান্য জাতিগত সংখ্যালঘুদের সাথে নিজ আচরণের জন্য চীনকে দায়বদ্ধ রাখবেন তারা। তবে চীন জানিয়েছে এই শুনানি আইনগত বা বিশ্বাসযোগ্য নয়। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন জানিয়েছেন, এটি কেবলমাত্র কয়েকজন ব্যক্তি দ্বারা চীন বিরোধী আরেকটি অভিনয় মাত্র।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


