স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বাসিন্দা সু ওয়েস্টহেডের বয়স যখন ১২-১৩ বছর, তখন তার কিডনির সমস্যা শুরু হয়। একই বয়সে ডায়ালাইসিস শুরু হয় এবং অবশেষে যখন তিনি ২৫ বছর বয়সে কিডনি অকেজো হয়ে যায়। ডাক্তাররা প্রতিস্থাপনের পরামর্শ দিলে ওই যুবতীর মা তার একটি কিডনি দান করেন।
১৯৭৩ সালের জুলাই মাসে তিনি রয়্যাল ভিক্টোরিয়া ইনফার্মারিতে অস্ত্রোপচার করেন। আজ যদি তাঁর মা বেঁচে থাকতেন তবে তার বয়স ১০৮ বছর হত। কিন্তু তার মায়ের কিডনি প্রতিস্থাপনের ৫০ বছর হয়ে গেলেও ওই যুবতীর কোনো সমস্যা হয়নি। আজও তার ১০৮ বছর বয়সী মায়ের কিডনি তাঁর শরীরে ভালোভাবে কাজ করছে।
বিষয়টি দেখে চিকিৎসকরাও হতবাক। কারণ তাদের মতে, অঙ্গ প্রতিস্থাপন সাধারণত ২০ বছর স্থায়ী হয়। অন্যদিকে, মায়ের জন্মদিনের মতো এটি উৎযাপনের প্রস্তুতিও শুরু করেছেন স্যু ওয়েস্টহেড।
তিনি এ প্রতিস্থাপনের সুবর্ণ জয়ন্তী উৎযাপন করতে যাচ্ছেন। তার মা ১৯৮৫ সালে ৬৯ বছর বয়সে একটি সড়ক দুর্ঘটনায় মারা যান। স্থানীয় চিকিৎসক ডক্টর রাচেল ডেভিসন বলেন, আমরা তাঁকে পরীক্ষা করেছি এবং তিনি পুরোপুরি সুস্থ।
এটা বিস্ময়ের চেয়ে কম নয়। এটি প্রমাণ করে যে, ট্রান্সপ্ল্যান্ট কাউকে কতদিন জীবন দিতে পারে। সূত্র : নিউজ১৮।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।