Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home যে’সব অসুখ নিয়ে মুখ খুলতে চান না পুরুষরা
    লাইফস্টাইল স্বাস্থ্য

    যে’সব অসুখ নিয়ে মুখ খুলতে চান না পুরুষরা

    Shamim RezaSeptember 21, 20217 Mins Read
    Advertisement

    লাইফস্টাইল ডেস্ক : নারীরা অনেক সময় লজ্জা ও সঙ্কোচের কারণে বেশ কিছু অসুখ সম্পর্কে পরিবারের কাছে তথ্য গোপন করেন। দেখা যায়, খুব জটিল পরিস্থিতি হলে তখনই সেটি প্রকাশ পায়। কিন্তু বিশ্বব্যাপী পুরুষরাও অনেক সময় তাদের নানা অসুখ সম্পর্কে লজ্জা বোধ করেন এবং তথ্য গোপন করেন। চিকিৎসকরা বলছেন, এর বেশির ভাগই প্রজননতন্ত্রের নানা অসুখ। অণ্ডকোষের নানাবিধ সমস্যা, যৌ”ন দুর্বলতা, ফিস্টুলা, গাইনোকোমেশিয়া বা পুরুষের স্তন বৃদ্ধি এর মধ্যে কয়েকটি। খবর বিবিসি’র।

    স্ত্রীর কাছে বলতেও যখন লজ্জা : ঢাকার খালেদা পারভীন (ছদ্মনাম) মাস কয়েক আগে খেয়াল করছিলেন তার স্বামী ঠিকভাবে বসতে পারছেন না। তাকে দেখেই বোঝা যাচ্ছিল কিছু একটা তার জন্য বেশ ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ‘প্রথমে আমাকে জানালো যে তার পায়ুপথের কাছে একটা ফোঁড়া হয়েছে। তখন আমি দেখতে চাইলে ও রাজি হলো না। যখন দেখছি যে ও খুব কষ্ট পাচ্ছে তখনো সে আমাকে দেখতে দেয় না। এ রকম বেশ কিছুদিন হয়ে গেছে। এরপর এক রকম জোর করেই ডাক্তারের কাছে নিয়ে গেলাম। সে তখনো আমাকে ডাক্তারের চেম্বারের মধ্যে ঢুকতে দেয়নি।’

    খালেদা পারভীন পরে জানতে পারেন- তার ৫০ বছর বয়সী স্বামীর পায়ুপথে ফিস্টুলা হয়েছে। পায়ুপথের কাছে নিতম্বের একটি অংশে সুড়ঙ্গের মতো হয়েছে। সেটি মিশে গেছে পায়ুপথের সঙ্গে। সেখানে রীতিমতো পুঁজ জমে গেছে। এই সমস্যার চিকিৎসায় তিন ধাপের অস্ত্রোপচার দরকার হয়েছে। ১০ দিন পরপর মোট তিনবার করে অস্ত্রোপচারে খরচ হয়েছে ছয় লাখের মতো।

    খালেদা বলছেন, প্রতিবার অপারেশনের পর একটা মোটা গজ কাপড় ঝুলে থাকত সুড়ঙ্গটার মুখ থেকে। চিন্তা করেন তিন-চার ইঞ্চি মাংসের মধ্যে ঠেসে গজ কাপড় ঢোকানো। প্রথমবার জায়গাটা আমার দেখার সুযোগ হয়েছে যখন অপারেশনের পর ড্রেসিং করার দরকার হয়েছে।

    তিনি আরো বলেন, আমি ওর স্ত্রী। আমাকেও কি একটু জানাবে না? সময়মতো জানলে একটু গুগল করতে পারতাম। তাড়াতাড়ি ডাক্তারের কাছে যেতে পারতাম। তাহলে বিষয়টা এত খারাপ অবস্থায় যেত না।

    চিকিৎসকরা বলছেন, পুরুষরা যেসব অসুখ সম্পর্কে কথা বলতে সঙ্কোচ বোধ করে তার বেশির ভাগই প্রজননতন্ত্রের নানা অসুখ। যেমন- অণ্ডকোষের নানাবিধ সমস্যা, ইরেক্টাইল ডিসফাঙ্কশন, প্রিম্যাচিওর ইজাকুলেশন, ফিস্টুলা, হার্নিয়া, গাইনোকোমেশিয়া বা পুরুষের স্তন বৃদ্ধি এর মধ্যে কয়েকটি।

    অণ্ডকোষের নানাবিধ সমস্যা : ইউরোলজিস্ট ডা. ফজল নাসের অণ্ডকোষের কয়েকটি অসুখ সম্পর্কে ধারণা দিলেন। হাইড্রোসিল, যাতে অণ্ডকোষের বাইরের দিকে পানি জমে, অণ্ডকোষ ফুলে যায়। প্রদাহ অথবা আঘাতের কারণে এটি হতে পারে। অণ্ডকোষের দুই পাশে, অথবা একপাশেও এটি হতে পারে।

    হার্নিয়া হলে মনে হবে পেটের ভেতর থেকে নাড়ি বের হয়ে আসতে চায়। হাঁচি, কাশি দিলে অথবা জোরে হাঁটলে মনে হবে তলপেটের নিচ থেকে কিছু একটা অণ্ডকোষের ভেতরে চলে আসতে চাচ্ছে। অণ্ডকোষকে ঝুলে থাকতে সাহায্য করে, বলা যেতে পারে তারের মতো এই অংশটি অণ্ডকোষের সঙ্গে পেঁচিয়ে গেলে তাকে বলা হয় টেস্টিকুলার টরশন।

    পেট থেকে যে রক্তনালি অণ্ডকোষের সঙ্গে সংযুক্ত থাকে সেটা ফুলে যেতে পারে, দেখতে কৃমির মতো মনে হতে পারে, যাকে বলা হয় ভেরিকোসিল। টেস্টিকুলার সিস্ট হলে মনে হবে দুটি অণ্ডকোষের সঙ্গে নতুন আরো অণ্ডকোষ গজিয়েছে। তিনি বলছেন, অণ্ডকোষের বেশির ভাগ সমস্যায় অঙ্গটি ফুলে যাওয়া একটি লক্ষণ। বেশির ভাগ সমস্যায় ব্যথা হতে পারে।

    ডা. নাসের বলেছেন, ‘অণ্ডকোষের সমস্যা নিয়ে তখন অবশ্যই ডাক্তারের কাছে যাবেন যখন খেয়াল করবেন যে অণ্ডকোষের অনুভূতি চলে গেছে। অণ্ডকোষে হাত দিলে, এমনকি উরুতেও একটু ঘষা লাগলে পুরুষদের এক ধরনের অনুভূতি হয়। সেই অনুভূতি যখন বোধ করবেন না এবং আস্তে আস্তে অণ্ডকোষ ফুলে যাচ্ছে, এই দুটি সমস্যা খেয়াল করলে অবশ্যই চিকিৎসকের কাছে যাবেন। কারণ এটি ক্যান্সারের লক্ষণ হতে পারে।’

    গাইনোকোমেশিয়া : ৩৫ বছর বয়সী একজন তরুণ, নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকার এক বাসিন্দা বলছেন, যখন কৈশোরে পা দিয়েছেন তখন বুকের কাছে মেয়েদের স্তনের মতো কিছু একটা প্রথম খেয়াল করেন। বাড়ির কর্মচারীদের একজন বিষয়টার প্রতি তার দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন যে ছেলেদের এমন হওয়ার কথা না। এর পর থেকে বাকি জীবন পরনে পোশাক ছাড়া তাকে দেখেছেন শুধু ঘনিষ্ঠ কয়েকজন।

    ‘একটা অ্যাফেয়ার ছিল আমার কলেজ লাইফে। যার সঙ্গে অ্যাফেয়ার ছিল, সেই ভদ্রমহিলা অনেক সময় এটা নিয়ে হাসিঠাট্টা করত যে আল্লাহর তো তোকে আসলে মেয়ে বানানোর কথা ছিল, ভুলে ছেলে বানাইছে।’ ‌’বাংলাদেশে যেটা হয় যে পুরুষরা খালি গায়ে ঘুরে বেড়ায়। কিন্তু আমি সেটা কখনোই পারতাম না। ম্যাট্রিকে যখন পড়ি, তখন থেকে আমার পুরো লাইফে ঘনিষ্ঠ দু-একজন ছাড়া আমাকে খালি গায়ে কেউ দেখেনি।’ যে অসুখটি সম্পর্কে তিনি বলেছেন- তার নাম গাইনোকোমেশিয়া বা পুরুষদের স্তন বৃদ্ধি।

    সে সম্পর্কে তার এই সঙ্কোচের কারণ সম্পর্কে তিনি বলছিলেন, ‘নরমালি আমরা যেটা দেখে অভ্যস্ত তার বাইরে আমরা যদি কিছু দেখি, তাহলে সেটা আমাদের মধ্যে একটা সঙ্কোচ তৈরি করে। পুরুষ মানুষের চেস্ট যে রকম থাকার কথা আমার সেরকম না- এটা হয়তো আমার সঙ্কোচের কারণ।’

    ‘আমি বিশ্ববিদ্যালয়ের হলে যখন থাকতাম, তখন আমার রুমমেটরা খালি গায়ে বসে থাকত। তারা আমাকে বলত, অনেক গরমকালেও কেন আমি শার্ট পরে বসে আছি। আমার সঙ্কোচটা ছিল- ওরা আমাকে নিয়ে হয়তো হাসাহাসি করবে। কলেজের বান্ধবী যখন খোঁটা দিচ্ছিল তখনো একটু লজ্জা পাচ্ছিলাম।’ এন্ডোক্রাইনোলজিস্ট ডা. মুস্তাফা কায়সার বলেছেন, গাইনোকোমেশিয়া হরমোনের ভারসাম্যহীনতার কারণে সৃষ্ট একটি অসুখ। সাধারণত কিশোর বয়সে শুরু হয়ে কিছুদিন পর এমনিতেই সেরে যায়।

    তিনি বলছেন, ‘সাধারণত বয়ঃসন্ধিকালে গাইনোকোমেশিয়া হয়। উভয় পাশে বা একপাশে এটি হতে পারে। সাধারণত এতে ব্যথা থাকে। বেশির ভাগ সময় এটা আগের অবস্থায় ফিরে আসে। যদি এটা তিন সেন্টিমিটারের বেশি বড় হয়, আমরা হরমোন চিকিৎসা দিয়ে থাকি। এটি ক্যান্সার বা অন্য কোনো শারীরিক জটিলতা তৈরি করে না। তবে ছয় মাসের বেশি সময় থাকলে এটি আর ভালো হয় না। বয়স বেড়ে যাওয়ার পর যদি কেউ অস্বস্তি বোধ করেন, তাহলে খুব সহজ অস্ত্রোপচার করে এটি অপসারণ করা যায়।’

    ইরেক্টাইল ডিসফাংশন ও প্রিম্যাচিওর ইজাকুলেশন : ডা. ফজল নাসের বলেছেন, যে সমস্যায় পুরুষরা সবচেয়ে বেশি সঙ্কোচ বোধ করেন তা হলো- শারীরিক সম্পর্কের সময় পুরুষের বিশেষাঙ্গ শক্ত না হওয়া; যাকে বলে ইরেক্টাইল ডিসফাঙ্কশন। সঙ্গম শুরু করার পর খুব দ্রুত বীর্যপাত হওয়া- এটিকে বলা হয় প্রিম্যাচিওর ইজাকুলেশন। তিনি বলছেন, ‘বেশির ভাগ পুরুষ জীবনে কোনো না কোনো সময় এটির মুখোমুখি হয়। কিন্তু তার অর্থ এই নয় যে তাদের কোনো শারীরিক সমস্যা রয়েছে। অনেক সময় ক্লান্তি, উদ্বেগের কারণে সাময়িক সমস্যা হতে পারে। তবে কারো যদি নিয়মিত এই সমস্যা হয়, তাহলে তার চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।’ যৌ”নাঙ্গের রক্তনালি সরু হয়ে যাওয়া, উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, হরমোনজনিত সমস্যা, কোনো ওষুধের বিরূপ প্রতিক্রিয়া এই সমস্যার কারণ হতে পারে। ডা. নাসের বলেছেন, এই সমস্যা দুটি বেশির ভাগ সময় চিকিৎসায় ভালো হয়ে যায়।

    সঙ্কোচের পেছনে যে কারণ থাকতে পারে : শারীরিক কষ্ট ও নানা স্বাস্থ্যঝুঁকি থাকার পরও পুরুষরা কেন তাদের কিছু অসুখের কথা গোপন করেন? মনোরোগ বিশেষজ্ঞ ডা. ইশরাত শারমিন রহমান বলেছেন, নারী ও পুরুষের অসুখ নিয়ে লজ্জার কারণ দুই রকম এবং বিষয়টি সামাজিকভাবে শিক্ষার একটি ফল। তার মতে, পুরুষরা দুর্বল হবে না, তার যৌ”নতা তার শক্তির উৎস- সামাজিকভাবে পুরুষদের এমন শিক্ষা দেওয়ার কারণে তারা এসব অসুখকে পুরুষত্বের ওপর আঘাত মনে করে।

    তিনি বলছেন, ‘তারা ফিল করে যে যদি তারা কথা বলে, তাহলে তাদের দুর্বল মনে করা হতে পারে। তাদের যে পুরুষত্ব, সেটার ওপর একটা আঘাত মনে করে। অনেক সময় তারা মনে করে যে তার প্রিম্যাচিওর ইজাকুলেশনের সমস্যা বা ইরেক্টাইল ডিসফাংশন আছে- এই বিষয়টি যদি কারো সঙ্গে শেয়ার করে, তাহলে সে তাদের কাছে ছোট হবে।’

    ‘অনেক সময় দেখা যায়, তারা ভাবে, শেয়ার করলে বুলিং করবে, হাসাহাসি করবে, পুরুষত্বে সমস্যা আছে বলে লেবেল করবে। পুরুষরা ভাবে যে সেক্সুয়াল বিষয় তাদের শক্তির উৎস। এই বিষয়ে সামর্থ্যবান না হতে পারলে তাদের পুরুষালী ধারণা ও ইগো আঘাতপ্রাপ্ত হয়। এমনকি স্ত্রীরাও খোঁটা দিয়ে থাকে- এসব কারণে তারা লজ্জা বোধ করে।’

    ডা. ইশরাত শারমিন রহমান বলেছেন, পুরুষদের এসব সমস্যার সমাধানে সামাজিকভাবেই তার শিক্ষার পরিবর্তন দরকার। তবে তিনি মনে করেন তার সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন তার স্ত্রী ও সঙ্গী। যাদের পক্ষে সমস্যা আঁচ করা অন্যদের চেয়ে সহজ। তিনি পরামর্শ দিচ্ছেন যে দোষারোপ ও বিদ্রূপ না করে সঙ্গী যদি বরং তার প্রতি সহানুভূতিশীল হয়ে মানসিক সমর্থন জোগায়, সেটি হবে অসুখটি সারিয়ে তোলার অনেক বড় একটি ধাপ।

    চার ধরনের চিকিৎসক : পুরুষদের যেসব সমস্যার কথা এই লেখায় উল্লেখ করা হয়েছে, তার অনেকগুলোর চিকিৎসার জন্য ইউরোলজিস্টের কাছে যেতে হয়। যেমন অণ্ডকোষের নানাবিধ সমস্যা, ইরেক্টাইল ডিসফাঙ্কশন, প্রিম্যাচিওর ইজাকুলেশন, হার্নিয়া ইত্যাদি।

    অণ্ডকোষের কিছু সমস্যা ও হার্নিয়ার জন্য যদি অস্ত্রোপচার প্রয়োজন হয়, তাহলে সার্জিক্যাল স্পেশালিস্ট দরকার হবে। ইউরোলজিস্ট চিকিৎসার পরবর্তী ধাপগুলো সম্পর্কে জানিয়ে দেবেন। গাইনোকোমেশিয়া চিকিৎসা দেন এন্ডোক্রাইনোলজিস্ট ও হরমোন বিশেষজ্ঞ। যদি অস্ত্রোপচারের প্রয়োজন হয়, সে ক্ষেত্রে সার্জিক্যাল স্পেশালিস্ট। ফিস্টুলার জন্য দেখাতে হবে কোলন অ্যান্ড রেকটাল সার্জন। দেশের যেকোনো সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে এই চার ধরনের চিকিৎসক রয়েছেন।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    Related Posts
    বিবাহিত পুরুষ

    ৫টি কারণে বিবাহিত পুরুষের প্রতি নারীরা বেশি আকৃষ্ট হয়

    July 8, 2025
    প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতি

    প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি: সফলতার সেই গোপন সিঁড়ি যা কেউ বলে না!

    July 8, 2025
    আপনার অধিকার জানুন

    বাড়ি ভাড়ার আইনগত বিষয়: আপনার অধিকার জানুন

    July 8, 2025
    সর্বশেষ খবর
    apple iphone 17 pro max

    iPhone 17 Pro Max Coming This September: Major Battery and Camera Upgrades Revealed

    পেঁচা

    ছবিটি জুম করে দেখুন লুকিয়ে আছে তিনটি পেঁচা, খুঁজে বের করুন

    বিবাহিত পুরুষ

    ৫টি কারণে বিবাহিত পুরুষের প্রতি নারীরা বেশি আকৃষ্ট হয়

    Hot Web series Review

    রোমান্স ও নাটকীয়তায় ভরপুর নতুন ওয়েব সিরিজ, দেখার জন্য প্রস্তুত?

    Archita

    নীল ছবির দুনিয়া কাঁপাতে আসছেন আসামের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার অর্চিতা ফুকান!

    কণার কে লিংক

    কণার নতুন গানের দল ‘কে লিংক’

    Smartphone

    স্মার্টফোনে কত শতাংশ চার্জ দিলে ব্যাটারি ভালো থাকে

    অপটিক্যাল ইলিউশন

    ছবিটির প্রথমে কী দেখতে পেয়েছেন তার উপরেই নির্ভর করবে আপনার ব্যক্তিত্ব

    Novel

    নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোয়ন দিলেন নেতানিয়াহু

    Bonna

    তলিয়ে গেল ফেনী, মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.