স্পোর্টস ডেস্ক: মালয়েশিয়ায় অনুষ্ঠেয় আইসিসি কমনওয়েলথ গেমস-২০২২ এর নারী বাছাইপর্ব টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রুমানা আহমেদ, সালমা খাতুন, শামীমা সুলতানা, রিতু মনি, লতা মণ্ডলদের নিয়ে শক্তিশালী দল পেয়েছে বাংলাদেশ। তবে ঘোষিত দলে জায়গা হারিয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার জাহানারা আলম। মূলত, শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে মূল দলে রাখা হয়নি।
এই টুর্নামেন্টের বাছাইপর্বের জন্য নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে জাহানারাকে। এদিকে এই টুর্নামেন্টে অংশ নিতে শনিবার দেশ ছাড়বে টাইগ্রেসরা।
এর আগে বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে গিয়ে কোচ ও সতীর্থদের সঙ্গে বাজে আচরণ করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছিলেন জাহানারা। যদিও জিম্বাবুয়েতে বেশ উজ্জ্বল ছিল তার পারফরম্যান্স। ২ ম্যাচে নিয়েছিলেন ৩টি করে উইকেট।
একনজরে আইসিসি কমনওয়েলথ গেমস-২০২২ এর নারী বাছাইপর্ব জন্য ঘোষিত স্কোয়াড:
নিগার সুলতানা জৌতি (অধিনায়ক), রুমানা আহমেদ, সালমা খাতুন, ফারজানা হক, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার, লতা মণ্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম, সানজিদা আক্তার ও সুরাইয়া আজমিম।
স্ট্যান্ডবাই: জাহানারা আলম, নুজহাত তাসনিয়া ও খাদিজা-তুল-কুবরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।