স্পোর্টস ডেস্ক : চলতি বিশ্বকাপে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফের্ডে ভারত-নিউ জিল্যান্ড ম্যাচ দেখতে এসে অপ্রীতিকর এক ঘটনার জন্ম দেওয়ায় শিখ সম্প্রদায়ের একদল ভারতীয় সমর্থককে আটক করেছে স্থানীয় ম্যানচেস্টার পুলিশ। পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়।
জানা গেছে, গতকাল মঙ্গলবার ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে খালিস্তানকে স্বাধীন ভূ-খন্ডের দাবি জানিয়ে টি-শার্টে রাজনৈতিক বার্তা বহন করে নিয়ে আসেন শিখ সম্প্রদায়ের গুটি কয়েক লোক। সেইসঙ্গে স্লোগানও তোলেন তারা। শিখদের এমন আচরণে পুরো ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়াম চমকে ওঠে। খবর পেয়ে পুলিশ দ্রুত বিক্ষোভকারীদের স্টেডিয়াম থেকে বের করে দেয়।
এরপর ম্যানচেস্টার পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দু’জনকে তারা স্টেডিয়ামে সম্প্রীতির পরিবেশ নষ্ট করার অভিযোগে আটক করে। পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের সমর্থনে বিবৃতি প্রদান করেছেন স্থানীয় আন্দোলনকারীরা। শিখদের ওই গোষ্ঠীর পক্ষ থেকে ম্যানচেস্টার পুলিশের আচরণের তীব্র সমালোচনা করেছেন পরমজিৎ সিংহ পাম্মা নামের এক ব্যক্তি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।