আইপিএলের আসন্ন নিলামের আগে ক্রিকেটার ধরে রাখার নিয়মে বদল এসেছে। তাই কম টাকায় আনক্যাপড (ঘরোয়া) ক্রিকেটার হিসেবে ধোনিকে ধরে রাখার সুযোগ পাচ্ছে চেন্নাই সুপার কিংস। আর সেই সুযোগ কাজে লাগাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। অর্থাৎ আসন্ন আসরে হলুদ জার্সিতেই খেলছেন ধোনি।
অবশ্য এখনও পর্যন্ত ধোনি বা ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে নিশ্চিতভাবে কিছু বলা হয়নি। তবে ভারতীয় সংবাদমাধ্যম মাইখেলকে একটি সূত্র ধোনির আইপিএল খেলার বিষয়টি নিশ্চিত করেছে। আসন্ন আসরেও চেন্নাইয়ের হয়েই খেলবেন ভারতের সাবেক এই অধিনায়ক।
একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যম মাইখেলকে জানিয়েছে, ২০২৫ আইপিএলেও খেলতে চলেছেন ধোনি। জুলাইয়ে ৪৩ বছর পূর্ণ করা এই উইকেটকিপার–ব্যাটসম্যান সামনের মৌসুমে চেন্নাইয়ের হয়ে খেলবেন। আইপিএলের আসন্ন মেগা নিলামের আগে ‘আনক্যাপড প্লেয়ার’ হিসেবে তাকে রেখে দিতে যাচ্ছে সিএসকে।
২০২৫ আইপিএল সামনে রেখে মেগা নিলামের প্রস্তুতি চলছে বিসিসিআইয়ে। এখনো তারিখ বা ভেন্যু ঠিক করা হয়নি। তবে নভেম্বরের শেষ সপ্তাহে খেলোয়াড় কেনার অনুষ্ঠানটি আয়োজন করা হতে পারে। নিলামকে কেন্দ্র করে দলগুলো এখন খেলোয়াড় ধরে রাখার কাজ নিয়ে ব্যস্ত। সর্বশেষ অনুমোদিত নিয়ম অনুযায়ী, দলগুলো ২০২৪ স্কোয়াড থেকে ছয়জন খেলোয়াড় ধরে রাখতে পারবে। এর মধ্যে পাঁচজন ক্যাপড, একজন আনক্যাপড।
সম্প্রতি বিসিসিআই একটি নিয়ম করেছে, যেসব খেলোয়াড় ভারত জাতীয় দলের হয়ে পাঁচ বছর প্রতিনিধিত্ব করেননি, তিনি ‘আনক্যাপড’ বিভাগে পড়বেন। ধোনি ভারতের হয়ে সর্বশেষ খেলেছিলেন ২০১৯ সালে। এর অর্থ, চেন্নাই সুপার কিংস ধোনিকে ২০২৫ সালের জন্য ‘আনক্যাপড’ হিসেবে রাখতে পারবে। তবে সেক্ষেত্রে ধোনির পারিশ্রমিকের পরিমাণ কমবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।