তামিম ইকবাল এবং মাশরাফী বিন মুর্তজা। একজন জাতীয় দলের সাবেক অধিনায়ক আর একজন বর্তমান। দু’জনের সম্পর্ক বন্ধুর চেয়ে বেশি বলেও মন্তব্য করেন তামিম। সোমবার (৪ মে) ফেসবুক লাইভে তাদের কথোপকথনে বেরিয়ে আসেন অনেক মজার ঘটনা। জাতীয় দলে খেলার সময় মাশরাফী নাকি তামিমের ব্যাট ধার করতেন। তাও এক অভিনব কায়দায়।
ঘটনাগুলো ম্যাশ-তামিম বর্ননা করেছেন এভাবে-
তামিম: এই যে আমার কাছ থেকে ব্লাকমেল করে করে ব্যাটগুলো নিতেন। বলতেন, ব্যাট দিলেই সেঞ্চুরি করবি, ব্যাট দিলেই রান করবি। এটার কাহিনীটা কি? লাস্ট সিরিজেও আপনাকে ব্যাট দেয়ার কারণে আমি দুইটা সেঞ্চুরি করেছি, এটা ঠিক। কিন্তু ব্যাটের সাথে সম্পর্কটা কি!
মাশরাফী: ব্যাটের সাথে সম্পর্ক.. ব্যাটের দাম পঞ্চাশ হাজার টাকা।
তামিম: হাসি…
মাশরাফী: একটা ব্যাটের দাম পঞ্চাশ হাজার টাকা, তুই যে ব্যাট দিয়ে খেলিস। সৌম্যরা যে ব্যাট দিয়ে খেলে সেগুলো হয়তো বা চল্লিশ পয়তাল্লিশ হাজার টাকা; এরকমই। একেকটা ব্যাটের দাম পঞ্চাশ হাজার টাকা। এখন আমি চিন্তা করি, পঞ্চাশ হাজার টাকা দিয়ে ব্যাট কিনে লাভ কী! তামিমের কাছ থেকে নেই (হাসি।)
তামিম: (হাসি…) তারমানে সেঞ্চুরির লোভ দেখিয়ে আপনি ব্যাট নিয়ে নেন আমার কাছ থেকে, নাকি?
মাশরাফী: সেঞ্চুরিও তো তুমি করো, সেটা বলো না।
তামিম: সেটা তো আমি করি। স্বীকারও করছি। লাস্ট সিরিজেও করেছি।
মাশরাফী: মূল কারণ হলো কি, আমি আসলে সিক হয়ে গেছি। তোর ব্যাট ছাড়া খেলতে পারি না। মেন্টালি অসুস্থ হয়ে গেছি। অন্য কারো ব্যাট দিয়ে খেলতে আমার ভালো লাগে না। তুই অনেক বার বলেছিস, আপনাকে দুইটা ব্যাট দিয়ে দিলাম। আপনি আমাকে এক লাখ টাকা দিয়ে দিয়েন। আমিও বলি, ঠিক আছে এক লাখ টাকা তুই পেয়ে যাবি আগে ব্যাট তো দে। টাকা তো আলহামদুলিল্লাহ বাকি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



