যে কারণে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন দেব

দেব

ভারতে আর জি কর কাণ্ডে এক মেয়ে চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় সাধারণ জনগণের পাশাপাশি তারকারাও প্রতিবাদ জানিয়েছেন। এ ঘটনার কারণে যখন দুর্গাপুজোর অনুদান ফিরিয়ে দিচ্ছে একের পর এক ক্লাব, তখন কাঞ্চন মল্লিক প্রশ্ন তুলেছিলেন সরকারি পুরস্কার ও সরকারের থেকে বেতন নেওয়া নিয়ে।

দেব

প্রশ্ন তুলেছিলেন, যারা প্রতিবাদ করছেন তারা এই বেতন নেবেন কি না? এই কথাতেই প্রতিবাদের আগুন জ্বলে ওঠে। কাঞ্চনের কথার প্রতিবাদ করে পুরস্কার ফিরিয়ে দেন একের পর এক নাট্যকর্মী। টলিউডেও তার কথার তীব্র সমালোচনা করা হয়। কাঞ্চনের সঙ্গে বন্ধুত্ব বা একসঙ্গে কাজ আর করবেন না বলেও অনেকে জানান।

এদিকে কাঞ্চনের এই কথার সরাসরি প্রতিবাদ করেন দেব। তিনি বলেন, ‘কাঞ্চন মল্লিক যেটা বলেছেন সেটা দুঃখজনক। কল্যাণদা যে কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন, আমি সেটাকে সমর্থন করিনি। আমিই তাকে আমার প্রচারে ডেকে নিয়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘কিন্তু সেই কাঞ্চন মল্লিক আর এই কাঞ্চন মল্লিকের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। যে কাঞ্চন মল্লিক এই বিবৃতি দিয়েছেন, তাকে আমি চিনি না। কিন্তু উনি যেহেতু আমার সহকর্মী এবং আমার দলেরই একজন, আমিই তার হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি।’

দেবের ভাষ্য, ‘আমার মনে হয়, আমাদের আরও বেশি দায়িত্ববান হওয়া উচিত। আমি, আমার পরিবার চাই সবাই ন্যায় পাক। আজকে কন্যাশ্রী, রূপশ্রী বা ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ অর্থহীন হয়ে যাবে যদি এমন ঘটনা প্রত্যেকদিন ঘটে। এখনই কেন্দ্রীয় সরকারের সর্বদলীয় বৈঠক ডাকা উচিত আর ধর্ষকদের বিরুদ্ধে আইন প্রণয়ন করা উচিত। ধর্ষকেরা আতঙ্কবাদীদের থেকেও ভয়ংকর।‘

উল্লেখ্য, গত ৯ আগস্ট ভোরের দিকে কলকাতার শ্যামবাজার এলাকায় অবস্থিত আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের বিশ্রামকক্ষ থেকে এক নারী চিকিৎসকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হয়। পরে ময়নাতদন্তে জানা যায়, ওই চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল।

আমার শিল্পী পরিচয় আজ লজ্জার: মৌসুমী

তবে মরদেহ উদ্ধারের পর হাসপাতাল কর্তৃপক্ষ বলেছিল যে ওই চিকিৎসক আত্মহত্যা করেছেন। কর্তৃপক্ষের এই বক্তব্যের পর প্রথমে ফুঁসে ওঠে কলকাতা, পরে গর্জে ওঠে পুরো পশ্চিমবঙ্গ।