১২ লাখ রুপি জরিমানা গুনতে হলো পান্ডিয়াকে
স্পোর্টস ডেস্ক : মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) পাঞ্জাব কিংসের বিপক্ষে এক বল ও ৬ উইকেট হাতে রেখে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। ম্যাচ জিতলেও স্লো ওভার রেটের কারণে গুজরাট টাইটান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে জরিমানা করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল।
চলতি আইপিএলে ভালো অবস্থায়ই আছে গুজরাট। চার ম্যাচ খেলে তিন জয় পেয়েছে তারা। টেবিলের তৃতীয় স্থানে রয়েছে পান্ডিয়ার দল। বৃহস্পতিবারও জয় পেয়েছে গুজরাট। যদিও জয়ের ম্যাচে পারফর্ম করতে পারেননি দলের অধিনায়ক।
পাঞ্জাবের বিপক্ষে বল করেননি হার্দিক। আর ব্যাট হাতেও জ্বলে উঠতে পারেননি ভারতের এই অলরাউন্ডার। ১১ বলে ৮ রান এসেছে তার ব্যাট থেকে। নিজের পারফরম্যান্সের পাশাপাশি ম্যাচ শেষেও দুঃসংবাদ শুনতে হয়েছে পান্ডিয়াকে।
আইপিএলের কোড অব কন্ডাক্ট অনুযায়ী প্রথমবার স্লো ওভার রেটে আটকে গেলে সর্বনিম্ন শাস্তি দেয়া হয়। সেই অনুযায়ী হার্দিক পান্ডিয়াকে ১২ লাখ ভারতীয় রুপি জরিমানা করা হয়েছে।
এদিকে গতকালের ম্যাচে প্রথমে ব্যাটিং করে ১৫৩ রানের পুঁজি পায় পাঞ্জাব কিংস, যা এক বল ও ছয় উইকেট হাতে রেখেই টপকে যায় গুজরাট। বোলিংয়ে দারুণ পারফরম্যান্সের কারণে ম্যাচসেরা হয়েছেন গুজরাটের মোহিত শর্মা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।