আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসের লক্ষণ নিয়ে ভোগার পর সেরে ওঠেছেন জনপ্রিয় ব্রিটিশ লেখিকা জে কে রাওলিং। তার সুস্থ হওয়ার পেছনের কারণও জানান তিনি।
আর এ জন্য তিনি একজন চিকিৎসকের কথা বলেন। সেই চিকিৎসকের ভিডিও টুইটারে পোস্ট করে তা দেখার জন্য বলেন।
টুইটারে তিনি লিখেন, ‘গত দু’সপ্তাহ ধরে আমি কোভিড-১৯ এর সব লক্ষণ নিয়ে অসুস্থ ছিলাম। যদিও কোনো পরীক্ষা করা হয়নি। এখন আমি পুরোপুরি সুস্থ।’
এ জন্য ৫৪ বছর বয়সী এই লেখিকা কুইন্স হাসপাতালের এক চিকিৎসকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আপনার ভিডিওগুলো দেখে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছি। আমাকে এই কৌশল অনেক সাহায্য করেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এ ধরনের পোস্ট করার জন্য। আপনারাও দেখুন এই পোস্ট।’
জে কে রাওলিং আরো লিখেন, ‘সাবাই ভালো থাকুন। ঘরে থাকুন।’
Please watch this doc from Queens Hospital explain how to relieve respiratory symptoms. For last 2 weeks I've had all symptoms of C19 (tho haven't been tested) & did this on doc husband's advice. I'm fully recovered & technique helped a lot.https://t.co/xo8AansUvc via @YouTube
— J.K. Rowling (@jk_rowling) April 6, 2020
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



