জুমবাংলা ডেস্ক : দেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজনকে শনাক্ত হয়েছে। তিনজনের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ।

আক্রান্ত দুইজন একই পরিবারের। তারা ইতালি থেকে বাংলাদেশে এসেছেন। তাদের মাধ্যমে অপরজন আক্রান্ত হয়েছেন।
তাদেরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর।
আজ রবিবার সংবাদ সম্মেলনে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান(আইইডিসিআর) এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, “যাদের লক্ষণ আছে তারা দ্রুত আইইডিসিআরের সাথে যোগাযোগ করুন। যারা দেশের বাইরে থেকে আসছেন, তারা নিজ দায়িত্বে কোয়ারেন্টাইনে থাকবেন।”
বিশ্ব জুড়ে এরই মধ্যে আক্রান্ত হয়েছেন এক লাখ ৫ হাজারের বেশি মানুষ, ৩,৫৯৮ জনের মৃত্যু হয়েছে। ৯৯টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।
চীনা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৮ হাজার ৫২৭ জন। ইরানে আরেক সংসদ সদস্যসহ নতুন করে আরো ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪৫।
করোনায় চীনের বাইরে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। একদিনেই মারা গেছেন ৪৯জন। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯৭। আক্রান্ত সাড়ে চার হাজারের বেশি। আক্রান্তের মধ্যে দেশটির শীর্ষ পর্যায়ের এক রাজনীতিকও রয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


