জুমবাংলা ডেস্ক: রংপুর-৩ আসন জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার সকালে বিআরটিসির সম্মেলন কক্ষে বিআরটিসির চলমান এবং ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে দিক নির্দেশনা ও মতবিনিময় সভায় তিনি এ ইঙ্গিত দেন।
সেতুমন্ত্রী বলেন, ‘রংপুর-৩ আসন জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়ার বিষয়টি বিবেচনায় আছে। আমরা মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ করছি, এরপর সিদ্ধান্ত নেব।’
জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর রংপুর–৩ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৫ অক্টোবর ভোট গ্রহণ করা হবে। আজ সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের শরিক হিসেবে এরশাদকে আসনটি ছেড়ে দিয়েছিল আওয়ামী লীগ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


