জুমবাংলা ডেস্ক : লক্ষ্মীপুরে ইউনানী চিকিৎসার শিক্ষাপ্রতিষ্ঠান রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদের ১২তম সভা গত রবিবার কলেজের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. ইসমাইল খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান এবং হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া, কলেজ পরিচালনা পর্ষদের উদ্যোক্তা সদস্য অধ্যাপক কামরুন নাহার হারুন। বিজ্ঞপ্তি।

আরো উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ও পরিচালনা পর্ষদের সদস্য সচিব অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ডা. হাফিজুল ইসলাম, একই বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক ডা. বিদ্যুৎ বড়–য়া, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক অবসরপ্রাপ্ত লে. কর্নেল মাহবুবুল আলম চৌধুরী, হামদর্দ বাংলাদেশের পরিচালক বিপণন মোহাম্মদ শরীফুল ইসলাম, পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক, উপপরিচালক প্রশাসন ও এস্টেট মিজানুর রহমান।
এদিকে একই দিনে রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজের মিলনায়তনে ইউনানী চিকিৎসা বিজ্ঞানের স্পট ডায়াগনস্টিকস বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ভারতের প্রখ্যাত ইউনানী বিশেষজ্ঞ, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একাডেমিক ইউনানী চেয়ার অধ্যাপক ডা. মনোয়ার হোসেন কাজমী।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.