দিনাজপুর প্রতিনিধি : ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের রত্নগর্ভা মাতা নাজমা রহিমের দাফন সম্পন্ন হয়েছে।
আজ (২৮ মার্চ) বাদ জোহর দিনাজপুর সদর উপজেলার জালালপুর গ্রামে তৃতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশেই তাঁকে সমাহিত করা হয়।
এর আগে বেলা ১১ টায় দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ বড় ময়দানে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়।
এতে ইমামতি করেন মরহুমার বড় ছেলে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এম. ইনায়েতুর রহিম। জানাযায় অংশ নেন মরহুমার ছোট ছেলে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য জাকারিয়া জাকা, জেলা ও দায়রা জজ জাবিদ হোসেন, দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ।
বুধবার রাত ১০ টায় রাজধানীর বেইলী রোডের মিনিস্টার অ্যাপার্টমেন্ট সংলগ্ন মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়।
এতে সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী কামরুল ইসলাম এমপি, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নূরুজ্জামান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন ফকির, সম্পাদক আব্দুন নূর দুলাল, নবনির্বাচিত সম্পাদক শাহ মঞ্জুরুল হক, সিনিয়র এডভোকেটগন, সুপ্রিম কোর্টের আইনজীবীবৃন্দ, এটর্নি জেনারেল অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন, সুপ্রিমকোর্ট প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ জানাজায় অংশ নেন।
জানাযা পূর্ব বক্তৃতায় বিচারপতি এম. ইনায়েতুর রহিম তার মায়ের জন্য সকলের দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন তার মা খুবই ধার্মিক ,মানবিক ও দয়ালু ছিলেন।
রত্নগর্ভা নাজমা রহিম বুধবার বেলা ৩ টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং মহান সংবিধান রচনার ৩৪ সদস্যের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য মরহুম এম আব্দুর রহিমের সহধর্মিণী নাজমা রহিম। মৃত্যুকালে তিনি দুই পুত্র ও চার কন্যাসহ অসংখ্য স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।